Friday, December 2, 2011

এমন একটা দিন নাই

এমন একটা দিন নাই,
এমন একটা রাত নাই,
তোমায় নিয়ে ভাবেনি এ মন--
তুমি ছাড়া বাঁচেনা জীবন ।।

... হাজার লোকের ভীড়ে আমি
তোমায় খুঁজে নিয়েছি--
চিরকালের তরে মনটা
তোমায় দিয়ে দিয়েছি।

এমন একটা দিন নাই,
এমন একটা রাত নাই,
তোমায় নিয়ে ভাবেনি এ মন--
তুমি ছাড়া আমার সারাটি ভুবন ।।

তোমার জন্য আমি শুধু
এই জগতে এসেছি --
তোমার প্রেমে মরতে পারি
এমন ভাল বেসেছি।।

এমন একটা দিন নাই,
এমন একটা রাত নাই,
তোমায় নিয়ে ভাবেনি এ মন--
তুমি দুঃখ সুখেরি পবন ।।

0 comments:

Post a Comment