Friday, January 29, 2010

চল চল চল - কাজী নজরুল ইসলাম

0 comments
চল চল চল
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যাচল।।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নূতন প্রাণ
বাহুতে নবীন বল।
চলরে নওজোয়ান, শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল রে চল রে চল
চল চল চল।।
গৌরি কেদার ভট্টাচার্য্যের কন্ঠে গাওয়া চল চল চল গানটি
আসিফের কন্ঠে ↓
Get this widget |Track details |eSnips Social DNA

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ - রেজওয়ানা চৌধুরী বন্যা

0 comments
গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।


ওরে কার পাণে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধূলায় রে আমার
মন ভুলায় রে।


গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।


ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে।


ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চূলায় রে আমার
মন ভুলায় রে।


গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।


ও কোন বাঁকে কী ধন দেখাবে,
কোনখানে কী দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কূলায় রে আমার
মন ভুলায় রে।


গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।

ক্লান্তি নামে গো - দ্বিজেন মুখোপাধ্যায়

0 comments
ক্লান্তি নামে গো, রাত্রি নামে গো
বাইতে পারিনা যে তরণী আর কতদূর।।


হায় কোথায় শ্যামল মাটির মায়া
হায় কোথায় সবুজ বনের ছায়া
কোথা সে নীড় গভীর প্রেমের মোহনা
আহা কোথায় রে সে দিন।


এ শুধু নিঠুর ভেঙ্গে ফেলা
দিবা নিশি ভাসাই আশার ভেলা
মনোবীণার তারে শুধুই বাজে
আয় আলোক।


তবু তুমি আশার দীপ জ্বেলে রেখো
বাতায়নে আমার পথ চেয়ে থেকো
আবার আমি তোমারই দ্বারে
বিজয়ীর মত আসিব
মর্মর মুখরিত সন্ধ্যায়।


এই জীবনে যদি কিছু হারায়ে থাকি
এই ভূবনে জানি জানি যাবেনা ফাঁকি
এই বিরহ বিধুর রাতে
মিলনের গান গাহিও
আবার আমি এই
ধরণীর ধূলির পরে আসিব
মর্মর মুখরিত সন্ধ্যায়।
Get this widget |Track details |eSnips Social DNA

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি - ফিরোজা বেগম

0 comments
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি
এই দেশেরই মাটি জলে
এই দেশেরই ফুলে-ফলে
তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা
পিয়ে এরই দুধের বাটি


এই মাটি এই কাদা মেখে,
এই দেশেরই আচার দেখে
সভ্য হলো নিখিল ভুবন
দিব্য পরিপাটি


এই দেশেরই ধুলায় পড়ি
মানিক যায় রে গড়াগড়ি
বিশ্বে সবার ঘুম ভাঙালো
এই দেশেরই জীয়ন কাঠি
Get this widget |Track details |eSnips Social DNA

ও আমার বাংলা মা - ফাহমিদা নবী

0 comments
কথা: আবু ওমরাহ মাহমুদ ফকরুদ্দিন
সুর: আলাউদ্দিন আলী
ও আমার বাংলা মা
তোর আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে


ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি
চৈতি রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি


বোশেখে তোর রুদ্রভয়ান
কেতন ওড়ায় কালবোশেখি
জষ্ঠি মাসে বনে বনে
আম-কাঁঠালের হাট বসে কি


শ্যামল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে
শ্রাবণধারায় বর্ষাতে তুই
সিনান করিস পরম সুখে
Get this widget |Track details |eSnips Social DNA

একতারা তুই দেশের কথা - শাহনাজ রহমতউল্লাহ

0 comments
সুরকারঃ আনোয়ার পারভেজ
একতারা তুই দেশের কথা
বলরে এবার বল ।।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।
জীবন মরন মাঝে
তোর সুর যেন বাজে ।।


একটি গানই আমি শুধু
গেয়ে যেতে চাই।
বাংলা আমার আমি যে তার
আর তো চাওয়া নাই রে
আর তো চাওয়া নাই।
প্রানের প্রিয় তুমি
মোর সাধের জন্মভূমি।


একটি কথায় শুধু আমি
বলে যেতে চাই।
বাংলা আমার সুখে দুঃখে
হয় যেনগো ঠাই রে
হয় যেনগো ঠাই।
তোমায় বরন করে
যেন যেতে পারি মরে।
Get this widget |Track details |eSnips Social DNA

একটি বাংলাদেশ - সাবিনা ইয়াসমিন

0 comments
সুরকারঃ অজিত রায়।
গীতিকারঃ নাইম গওহর।
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।


তোমার স্বাধীনতা গৌরব সৌরভে
এনেছে আমার প্রানের সূর্যে রৌদ্রেরও সজীবতা
দিয়েছে সোনালী সুখী জীবনের দৃপ্ত অঙ্গীকার।


সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।


তোমার ছায়া ঢাকা রৌদ্রেরেরও প্রান্তরে
রেখেছি অতল অমর বর্নে মুক্তির স্নেহ মাখা
জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার।


সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
Get this widget |Track details |eSnips Social DNA

এক সাগর রক্তের বিনিময়ে - স্বপ্না রায়

0 comments
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না

দুঃসহ বেদনার কণ্টক-পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না

যুগের এ নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
যুগের এ নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
ভুলবো না ভুলবো না

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না

কিষাণ-কিষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে
ঝংকৃত হবে ঝংকৃত হবে ঝংকৃত হবে

নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
আমরা তোমাদের ভুলবো না
ভুলবো না ভুলবো না

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না
Get this widget |Track details |eSnips Social DNA

এক নদী রক্ত পেরিয়ে - শাহনাজ রহমতউল্লাহ

0 comments
কথা ও সুরঃ খান আতাউর রহমান
এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের
জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না।।


হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গুনীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।।


থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে।


তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কিষাণের মুখে
ঘরে ঘরে কিষাণী বুকে
স্মৃতি বেদনার আঁখি নীড়ে।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।।
Get this widget |Track details |eSnips Social DNA

এই পদ্মা এই মেঘনা - আবু জাফর/ ফরিদা পারভীন

0 comments
গীতিকার/সুরকারঃ আবু জাফর।
এই পদ্মা এই মেঘনা এই যমুনা, সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
এই আমার দেশ এই আমার প্রেম।


আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।


এই মধুমতি ধানসিড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে ।।
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে।


আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।


এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমনীগুলো নদীর মত
নদীও নারীর মত কথা কয়।


এই অবারিত সবুজের প্রানটা ছুঁয়ে
নির্ভয়ে নীল আকাশ বক্ষে নিয়ে
যেন হৃদয়ের ভালবাসা হৃদয়ে ফোটে।


আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।
Get this widget |Track details |eSnips Social DNA

কৃষান-মজুর বাংলার সাথীরে - লোক গীতি

0 comments
কৃষান-মজুর বাংলার সাথীরে
ও ভাই মোর তোমার কিসের ভয়?
তোমার হাতেই দেশের কাঠি
হবে রে হবে রে হবে জয়।
মনত তোমার কিসের দুস্ক রে?
ও ভাই মোর বান্ধ গতর হিয়া
নিজের হিসাব বুঝে নিতে
হবে এবার তোমাক দিয়া রে।
সময় তোমার বইয়া যায় রে
ও ভাই মোর দেরি আর কইরো না।
কোন পন্থেতে যাইতে হবে
তোমারই তো আছে জানা রে।
কৃষান-মজুর বাংলার সাথীরে
ও ভাই মোর তোমার কিসের ভয়?
তোমার হাতেই দেশের কাঠি
হবে রে হবে রে হবে জয়।
ভিডিও

এই না বাংলাদেশের গান - লোক গীতি

0 comments
শিল্পীঃ বিপুল ভট্টাচার্য্য
কথা ও সুরঃ অজানা
এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না সোনার বাংলারে আজ রক্তে রক্তে ভরা,
মানুষের এই দুঃখ দেইখা কান্দে চন্দ্রতারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
নদীর দেশ এই বাংলাদেশে ভাই সবুজ মায়ায় ভরা,
আর আজ পদ্মা-মেঘনা-যমুনাতে বহে রক্তের ধারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
কত সাধের ছাওয়াল আমার রাস্তায় পইরা মরে,
শকুনের দল ছিঁড়িয়া খায় বাঁচায় না কেউ তারেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
ভিডিও
[গানটি 'মুক্তির গান' চলচ্চিত্র থেকে সংগৃহীত। এই চলচ্চিত্রে উঠে আসে, ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামক সংগঠনটি বিভিন্ন জায়গায় গান গেয়ে মুক্তিকামী বাঙ্গালীদের অনুপ্রেরনা যোগাত। তাদের পরিবেশিত বিভিন্ন গানের মাঝে এই গানটিও ছিল]

এই দেশ - সলিল চৌধুরী

0 comments
এই দেশ এই দেশ আমার এই দেশ
এই মাটিতেই জন্মেছি মা
জীবন-মরণ তোমার চরণ
তোমার চরণধূলি দাও মা


কতো অশন কতো বসন
কতো রঙিন ভাষায় ভাষণ
তবু আসন একই সমান
তোমার চরণতলে গো মা


নানান ধরন নানান ভরণ
আলাদা হোক - একই বরণ
একই সাধনা


হিমালয়ের শীর্ষ যেমন
এ দেশ উঁচু রবে তেমন
সাধের সাধন স্বাধীনতা
সামনে সফল হবে গো মা


কতো না যুগ ধরে ধরে
ছিলে গো মা শিকল পরে
তা কি জানি না


লাখো ছেলে লাখো মেয়ে
দিলো জীবন অবহেলে
তারা রক্ত ঢেলে জন্মভূমি
পূণ্যভূমি করেছে মা
Get this widget |Track details |eSnips Social DNA

ধুসর গোধূলি - মিতা হক

0 comments
এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে।
যে পথ গেছে পারের পানে,
সে পথে তোর যেতেই হবে।


অভয় মনে কণ্ঠ ছাড়ি
গান গেয়ে তুই দিবি পাড়ি
খুশি হয়ে ঝরের হাওয়ায়
ঢেউ যে তোরে খেতেই হবে।


পাকের ঘোরে ঘোরায় যদি, ছুটি তোরে পেতেই হবে।
চলার পথে কাঁটা থাকে, দ’লে তোমায় যেতেই হবে।


সুখের আশা আঁকড়ে লয়ে মরিসনে তুই ভয়ে ভয়ে।
জীবনকে তোর ভরে নিতে মরণ-আঘাত খেতেই হবে।
মিতা হকের গাওয়া অডিও-
Get this widget |Track details |eSnips Social DNA

কতটা পথ - মিলন মাহমুদ

0 comments
তুমি কতটা পথ ঘুরে এসেছো হায় আমার কাছে,
কতটা ভালবাসা যে জমা আছে ঐ বুকের মাঝে ।।


কত পথ দিয়েছো পাড়ি, কত দূর তোমার বাড়ি?
একবার বলো, শুধু একবার বলো আমার কাছে,
কতটা ভালবাসা যে জমা আছে ঐ বুকের মাঝে ।


তুমি কতটা পথ ঘুরে এসেছো হায় আমার কাছে,
কতটা ভালবাসা যে জমা আছে ঐ বুকের মাঝে ।


আমি দূর পথে যাব,ঐ পথেই ঘর বানাব ।।
থাকবে কি হায়, সে পথের ঘরে সকাল-সাঝে?
কতটা ভালবাসা যে জমা আছে ঐ বুকের মাঝে ।


তুমি কতটা পথ ঘুরে এসেছো হায় আমার কাছে,
কতটা ভালবাসা যে জমা আছে ঐ বুকের মাঝে ।।।।

হারালে সময় - মিলন মাহমুদ

0 comments
চেয়েছি তোমায় নির্জন প্রহরে,
হাতে হাত, চোখে চোখ হারাবো অবসরে।
তুমি ভুলে যেয়ো না, ভুল বুঝ না,
হারালে সময় ফিরে আসে না।।


অনেক ভালবাসা চেয়ে চেয়ে জীবনে,
সুখের সাগরে ভাসব যে দুজনে।
তুমি ফিরে এসনা, হাত ধরনা,
হারাব দুজন নেই ঠিকানা।।


তুমি কতদিন পরে এঁকেছ আজ,
যেন গোধূলী রঙ্গে রূপেরই কাজ।
শুধু তুমি আসবে বলে, মেঘলা আকাশ,
রাঙ্গা গোধূলীর আলোয় সেজেছে আজ।


তুমি কতদিন পরে এঁকেছ আজ,
যেন গোধূলী রঙ্গে রূপেরই কাজ।
তুমি ফিরে এসনা, হাত ধরনা,
হারাব দুজন নেই ঠিকানা।।


কতটা পথ পেরিয়ে এসেছি আজ,
এই বুকেরই গভীরে সুখেরই সাজ।
আজ মনেরই বাগানে বয়েছে বাতাস,
দেখ সুখেরই রঙ্গে রাঙ্গানো লাজ।।

তুমি মানুষ নাকি পরী - হৃদয় খান

0 comments
তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি? ২


তোমায় নিয়ে এখন আমি,
ভেবে না পাই কি করি? ২


তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি?


আমি আর আমাতে নেই,
তোমায় দেখার পরে,
হারিয়েছি সবই আমার,
তোমায় দেখার পরে। ২


এক পলকে তুমি আমার মন করেছো চুরি,
তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি?


মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে,
সব ভুলিয়ে সে যে আমায়
শুধুই কাছে টানে। ২


তোমার মুখে চেয়ে চেয়ে
যেনো আমি মরি,


তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি? ২

হকার - এল. আর. বি

0 comments
পেপার পেপার
পেপার পেপার


একটি হকার কেউ নেই তার
সকাল হলেই ছুটোছুটি
আর চিৎকার করে বলে
পেপার পেপার


দিনের শেষে রাত্রি এলে
ক্লান্তিতে হকার ঘুমিয়ে পরে
একটুও ভাবে না
ভাবতেও চায় না
সারাদিন সে বিলি করে কত
নতুন নতুন ঘটনা
সে শুধু জানে বাঁচতে হবে
বাঁচার তাগিদে তার সব ভাবনা
সকাল হলেই বলে
পেপার পেপার
পেপার পেপার


কোন একদিন পেপার খুলে
চেয়ে দেখি হকারের ছবি পেপারে
সেই হকার যাকে আমি জানি
কতোনা খবর সে বিলি করেছিলো
মানুষের জন্য মানুষ হয়ে
সে শুধু জানতো বাঁচতে হবে
সৎ ভাবে আর সৎ উপায়ে


হঠাৎ একটি দানব ট্রাক
কেড়ে নিলো প্রান
সেই হকারের
সব চুপচাপ
সব চুপচাপ

Tuesday, January 26, 2010

এ কি অপরুপ রুপে মা তোমায় - কাজী নজরুল ইসলাম

0 comments
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি।।
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,
আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল'য়ে অশনি।।


কেতকি-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা,
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।
তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী।।
শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগামনী-গীত গাহিয়া।
অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী।।


শীতের শূণ্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালী গাও মাঝিদের সাথে গো, কীর্তন শোনো রাতে মা।
ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে রাঙ্গাও নিখিল ধরণী।।

Eki oporup rupe ma...

আমি টাকডুম টাকডুম বাজাই - শচীন দেব বর্মন

0 comments
গীতিকারঃ মীরা দেব বর্মন
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল।।
সব ভুলে যাই, সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল।


বাংলা জনম দিলা আমারে।।
তোমার পরান আমার পরান
এক নাড়ীতে বাঁধারে।
বাংলা জনম দিলা আমারে।
মা-পুতের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।


মা তোমার মাটির সুরে সুরেতে।।
আমার জীবন জুড়াইলা, মাগো আমার জীবন জুড়াইলা
বাউল ভাটিয়ালীতে,
মা তোমার মাটির সুরে সুরেতে।
পরান থুইয়া মেঘনা তিতাস পদ্মারই গান গাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।


বাজে ঢোল নরম-গরম তালেতে।।
বিসর্জনের ব্যথা ভুলায় আগমনীর খুশিতে,
বাজে ঢোল নরম-গরম তালেতে।
বাংলাদেশের ঢোলের বোলে ছন্দপতন নাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।

আমার ভাইয়ের রক্তে রাঙানো - আলতাফ মাহমুদ

0 comments
গানটি রচনার ইতিহাস
শুরুতে এটি কবিতা হিসেবে লেখা হয়েছিল। তৎকালীন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কবিতাটি আব্দুল লতিফকে দিলে তিনি এতে সুরারোপ করেন। পরবর্তীতে, লতিফ আতিকুল ইসলাম প্রথম গানটি গান। ঢাকা কলেজের কিছু ছাত্র কলেজ প্রাঙ্গনে শহীদ মিনার স্থাপনের চেষ্টা করার সময়ও গানটি গেয়েছিল। একারণে তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে আলতাফ মাহমুদ, যিনি সে সময়কার একজন নামকরা সুরকার এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক বীর মুক্তিযোদ্ধা ছিলেন, গানটিতে পুনরায় সুরারোপ করেন। বর্তমানে এটিই গানটির প্রাতিষ্ঠানিক সুর হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। প্রতিবছর ২১শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের সব অঞ্চল থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত মানুষ এই গান গেয়ে শহীদ মিনার অভিমুখে খালি পায়ে হেঁটে যান।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরীতে এই গান গেয়ে সবাই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যায়। গানটি রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী এবং প্রথম সুরারোপ করেন আব্দুল লতিফ। কিন্তু পরবর্তীতে সুরকার আলতাফ মাহমুদ গানের সুরে পরিবর্তন আনেন। বর্তমানে আলতাফ মাহমুদের সুর করা গানটিই গাওয়া হয়। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি তৃতীয় স্থান লাভ করেছে।
তথ্যসূত্রঃ এখানে
গানঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো
শিল্পীঃ সমবেত সংগীত
সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
গীতিকারঃ আব্দুল গাফফার চৌধুরী
আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।


জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।


সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।


সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।


তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।


Get this widget
|
Track details
|
eSnips Social DNA

আমার দেশের মাটির গন্ধে - শাহনাজ রহমতউল্লাহ

0 comments
সুরকারঃ আব্দুল আহাদ
গীতিকারঃ ড. মনিরুজ্জামান

আমারও দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন।
শ্যামল কোমল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন।


প্রানে প্রানে যেন তাই
তারই সুর শুধু পাই
দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি
এঁকে যাই সারাক্ষন।


বাতাস আমার সবুজ স্বপ্নে দুলছে
কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।


গানে গানে আজই তাই
সেই কথা বলে যাই।
নতুন আশার এনেছে জীবনে
সূর্যেরই এ লগন।

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

আমার দেশের মতন এমন দেশ - আব্দুল আলীম

0 comments
সুরকার ও গীতিকারঃ আব্দুল লতিফ

আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে রে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


দোয়েল কোয়েল কুটুম্ব পাখি বন-বাদাড়ে যায় রে ডাকি,
আছে শাপলা-শালুক ঝিলে-বিলে পুকুর ভরা মাছে,পুকুর ভরা মাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


হাজার তারার মানিক জ্বলে হেথায় মাটির ঘরে,
সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে, সবার হৃদয় ভরে।


বুক জুড়ানো বঁধুর হাসি রাখাল ছেলে বাজায় বাঁশি,
আহা সব দুনিয়ার সেরা ও ভাই এদেশ আমার কাছে, এদেশ আমার কাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


Amar desher moton ...

আমায় গেঁথে দাও না মা'গো - রুনা লায়লা

0 comments
আমায় গেঁথে দাও না মা'গো
একটা পলাশ ফুলের মালা।।
আমি জনম জনম রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা।


আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই,
তিন ভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পাই।
দেব তারই সমাধিতে আমি তোমার হাতের মালা,
ভাই হারানোর জ্বালা।


তারই শোকে কোকিল ডাকে ফোঁটে বনের ফুল
ফুল ফাগুনের মধুর তিথি কেঁদে হয় আকুল।
আজও তারে স্মরণ করে সবাই সাজাই ফুলের ডালা,
ভাই হারানোর জ্বালা।

আমাদের নানান মতে নানান দলে দলাদলি - মুশফিকা মুমু

0 comments
লেখা ও সুর: সলিল চৌধুরী
----------------------------
আমাদের নানান মতে নানান দলে দলাদলি, কেউবা চলে ডাইনে বা কেউ বায়ে চলি,
এক সাগরে তুলেছি ঢেউ কেউ বা ধর্মী বিধর্মী কেউ
সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখি দেশ, শান্তি ফেরা ঘরে ঘরে প্রানের পরিবেশ
মোরা সবাই যখন একসাথে ভাই মিলি।।


যখন প্রশ্ন ওঠে ধ্বংস কি সৃষ্টি আমাদের চোখে জ্বলে আগুনের দৃষ্টি
আমরা জবাব দেই সৃষ্টি সৃষ্টি সৃষ্টি
যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি আমাদের বেছে নিতে হয় নাকো ভ্রান্তি
আমরা জবাব দেই শান্তি শান্তি শান্তি
আর রক্ত নয় নয়, আর ধ্বংস নয় নয়
আর নয় মায়েদের শিশুদের কান্না আর না আর না আর না
রক্ত কি ধ্বংস কি যুদ্ধ - আর না।।


আমাদের দেশের কোটি হাতে হাতে কাজের ক্ষুধা
খনি পাহাড় অগাধ মাটি ভরা সুধা
তবুও আকাল মহামারি, ঘরে ঘরে অনাহারী বাস্তূহারা বেকার মরে হায়রে সোনার দেশ
অশান্তির এই দেশে গড়ি প্রানের পরিবেশ
মোরা সবাই তখন একসাথে ভাই মিলি।।


যখন প্রশ্ন ওঠে ............ (দ্বিতীয় পেরা এখানে আবার)।।


শুনি আজ মুস্টিমেয় পিশাচ মাতে রণসাজে
দুনিয়া যায় রসাতলে লুটের কাজে
আমরা তখন দুনিয়াতে শান্তি প্রিয় সবার সাথে কন্ঠ মিলাই প্রতিবাদে যুদ্ধ বরবাদ
যুদ্ধবাজের বিরুদ্ধে তাই বাড়াই কোটি হাত
মোরা সবাই তখন একসাথে ভাই মিলি।।


যখন প্রশ্ন ওঠে ............ (দ্বিতীয় পেরা এখানে আবার)।।

Wednesday, January 20, 2010

মানুষ মানুষের জন্য - ভূপেন হাজারিকা

0 comments
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না, ও বন্ধু।।


মানুষ মানুষকে পণ্য করে,
মানুষ মানুষকে জীবিকা করে,
পুরোনো ইতিহাস ফিরে এলে
লজ্জা কি তুমি পাবে না, ও বন্ধু।।


বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি।


মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না, ও বন্ধু।।
ভূপেন হাজারিকা

ভেঙে ফেল বাকিংহাম - লতিফুল ইসলাম শিবলী

0 comments
গীতিকবিঃ লতিফুল ইসলাম শিবলী

ভেঙে ফেল ওই বাকিংহাম প্রাসাদ
মহাশোষকের রাজপ্রাসাদ
লন্ডনের অট্টালিকা রাস্তাঘাটের
ইটপাথর সব আমাদের
সব আমাদের
সব আমাদের কেড়ে নেয়া
রাজার জামার সোনার বোতাম আমাদের
রানির মাথার মুকুটের মণি আমাদের
ফলভারে নত আমাদের বৃক্ষের কাঠে গড়া রাজসিংহাসন
আমাদের কেড়ে নেয়া অলঙ্কারে সেজেছে
তন্বী রমণী লন্ডন
আমাদের নীলচাষিদের কষ্টে ফলানো নীলে
লন্ডনের আকাশ হয়েছে নীল
আমাদের নীলে টেমসের জল নীল
আমার দাদির নাকের নোলক
হাতের বালা মাথার সিঁদুর
বিপ্লবীদের বুকের রক্ত মুখের গান
আমাদের মসলিন
আজও শোভা পায় লুটেরার জাদুঘরে
ভেঙে ফেল ওই মহাশোষকের রঙমহল
বাকিংহাম প্রাসাদ
আজ সময় এসেছে বেনিয়ার জাত
হিসেবের খাতা খোলো
যা কিছু পাই দাও ফিরিয়ে
হয়ে যাক লেনদেন।

Sunday, January 17, 2010

তুমি আমার পাশে বন্ধু হে একটু বসিয়া থাকো - কণক ও কার্তিক

0 comments
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাকো
একটু বসিয়া থাকো
আমি মেঘের দলে আছি
ঘাসের দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
একটু বসিয়া থাকো…
রোদের মধ্যে রোদ হয়ে যাই
জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা
নিশূন্য অঞ্চল
আমি পাতার দলে আছি
ডানার দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
একটু বসিয়া থাকো…
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই
ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা
পাতার দীর্ঘশ্বাস।

Friday, January 15, 2010

সবক'টা জানালা খুলে দাও না - সাবিনা ইয়াসমিন

0 comments
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু।

সবক'টা জানালা খুলে দাও না
আমি গাইব, গাইবো বিজয়েরই গান।
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।


চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই।
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন রাখতে নেই।


ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো মন ভাঙ্গা গান।
সবক'টা জানালা খুলে দাও না।


আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
ছড়িয়ে রাখো আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে।


ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো মন ভাঙ্গা গান,
সবক'টা জানালা খুলে দাও না।

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে - সতীনাথ মুখোপাধ্যায়

0 comments
আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়নদুটি শুধুই তোমারে চাহে
ব্যাথার বাদলে যায় ছেয়ে।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি যেন দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে
আমার নয়দুটি শুধুই তোমারে চাহে
ব্যাথার বাদলে যায় ছেয়ে।
কতোকাল আর কতো কাল
এই পথ চলা ওগো চলবে
কতো রাত এই হিয়া
আকাশপ্রদীপ হয়ে জ্বলবে
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যাথা হয়ে আঁখিজল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিশ্বাসটুকু পেয়ে
আমার নয়দুটি শুধুই তোমারে চাহে
ব্যাথার বাদলে যায় ছেয়ে।
ডাউনলোড লিঙ্ক

বরষার প্রথম দিনে - সাবিনা ইয়াসমিন

0 comments
বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
-
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছনার আলোয় ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে…
-
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
-
বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে…
ডাউনলোড লিঙ্ক

Tuesday, January 12, 2010

শঙ্খ বাজিয়ে মাকে - লক্ষী পুজোর ভক্তিমূলক গান

0 comments
শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
সুগন্ধে ধূপ জ্বেলে আসন পেতেছি।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমার এ ঘরে থেকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থেকো আলো করে।।
আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম ঘর
আমের পল্লব দিলাম জলভরা ঘট।
পান-সুপারী সিঁদুর দিলাম দু’হাত ভরে
ধনধান্যে ভর আমার এ ঘরে।।
শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি
সুগন্ধে ধূপ জ্বেলে আসন পেতেছি
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
জনম জনম থেকো আমার এ ঘরে।।

তুমি এসেই চলে গেছো - শুভমিতা

0 comments
শুধু তোমায় ভেবে ভেবে, কতদিন রাত গেছে বয়ে
তুমি এসেই চলে গেছো, শুধু ভোরের স্বপ্ন হয়ে.....
শুধু তোমায় ভেবে ভেবে, কতদিন রাত গেছে বয়ে
তুমি এসেই চলে গেছো, শুধু ভোরের স্বপ্ন হয়ে....


তুমি না লেখা কোন কবিতায় যেন অনেক বলা কথা
তুমি দগ্ধ দিনের পরে, নীল রাতের নীরবতা..........
তুমি না লেখা কোন কবিতায় যেন অনেক বলা কথা
তুমি দগ্ধ দিনের পরে, নীল রাতের নীরবতা..........
তুমি না পাওয়া যন্ত্রণা, আজ আমার গেছে সয়ে,
তুমি এসেই চলে গেছো, শুধু ভোরের স্বপ্ন হয়ে....
শুধু তোমায় ভেবে ভেবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


তুমি বৃষ্টি থামার পরে, ভেজা সুখের রিণিরিণ
তুমি চৈত্র শেষের ঝড়ে, যেন দমকা হাওয়ার দিন..
তুমি বৃষ্টি থামার পরে, ভেজা সুখের রিণিরিণ,
তুমি চৈত্র শেষের ঝড়ে, যেন দমকা হাওয়ার দিন....
তুমি মিথ্যে প্রতিশ্রুতি, আমি বেড়াই বুকে নিয়ে
তুমি এসেই চলে গেছো, শুধু ভোরের স্বপ্ন হয়ে....


শুধু তোমায় ভেবে ভেবে, কত দিন রাত গেছে বয়ে,
তুমি এসেই চলে গেছো, শুধু ভোরের স্বপ্ন হয়ে,,,,,,
শুধু তোমায় ভেবে ভেবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

বৃষ্টি দেখে অনেক কেঁদেছি - পার্থ বড়ুয়া

0 comments
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…


দক্ষিণা বাতাসে তোমার ভীরু দীর্ঘশ্বাস
আঁধার ঝড়াবে আমার প্রিয় সর্বনাশ
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…


জানালার ওপাশে তোমার দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান তোমায় কান্না সাত সুর
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…

এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা - পার্থ বড়ুয়া

0 comments
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা


নিরালায় একা একা, এলো মেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে
এ যেন কল্পনা, মিলন মোহনা
রঙীন চাদর বুনা


এ এমন বিনিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা


আঁধারে চুপি চুপি, আঁকা বাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই, এত আপন করে
এ যেন প্রভাতে, গভীর আবেশে
স্নিগ্ধ শিশির ছোঁয়া


এ এমন গীতিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা

এই রূপালী গীটার ফেলে - আইয়ুব বাচ্চু

0 comments
এই রূপালী গীটার ফেলে
একদিন চলে যাবো দূরে বহুদূরে
সেদিন থেকে অশ্রু তুমি রেখো
গোপন করে


মনে রেখো তুমি
কতরাত কতদিন
শুনিয়েছি গান আমি
ক্লান্তিবিহীন
অধরে তোমার
ফোটাতে হাসি
চলে গেছি আমি
সুর থেকে কত সুরে


শুধু ভেবো তুমি
অপরাধ ছিল তাই
কাঁটিয়েছি রাত্রদিন
নিদ্রাবিহীন
বেদনা আমার
হয়েছে সাথীনি
চলে গেছি আমি
কোন স্মৃতি দূরে

তুই যে আমার মিলনমালা - এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন

0 comments
চলচ্চিত্রঃ নিষ্পাপ
তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরিতি
রশ্মি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি


তুই যে সুরুজ বন্ধু আমার
আমি মেঘের কালো
নিশিরাতে তুই যে সোনা
পূর্ণ চান্দের আলো
বুকের মাঝে তুই যে আমার
সুখের সোহাগ বাতি


আমি ভ্রমর মধুমাসে (তুই যে ভ্রমর মধুমাসে)
তুই যে বনফুল (আমি বনফুল)
আমি জোয়ার প্রেমের গাঙে
তুই যে তারি কূল
এপাড়ে ওপাড়ে বন্ধু
তোরই যেন থাকি

সাধু গো আমায় উপায় বলনা - রামকুমার চট্টোপাধ্যায়

0 comments
সাধু গো, আমায় উপায় বলনা৷
আমি স্বভাবকটূ কমন্ডলু
(আমার) হাড়ের তেতো গেলনা৷
উপায় বলনা৷


অঙ্গে আমার তীর্থমাটি
বুকে গঙ্গাজল,
তবু ধুয়ে তো গেলনা আমার
মনের গরল৷
(আমি) বাহিরেতে ভেক ধরেছি
ভিতর কিন্তু ছলনা৷
উপায় বলনা৷


দেশ-দেশান্তরে ঘুরে আমার
হল যাওয়া-আসা,
সাধুসঙ্গে ঘুচিল না
স্বভাব সর্বনাশা৷
(আমি) চারধামেতে ঘুরে এলাম
পরমধাম তো পেলাম না৷
উপায় বলনা৷

ভর কলসী আওয়াজ করে না -

0 comments
ভর কলসী আওয়াজ করে না৷
ও ভাই দেখো হাঁটুজলে
পুঁটি ছড়ছড় কইরা চলে
দ্যাখো বোয়ালেরি ছা
দ্যাখো মাগুরেরি ছা
কাদা যত্তই ঘোলাও না
বেশি নড়ে চড়ে না

ভরা কলসী আওয়াজ করে না৷
কুড় মুড় কুড় মুড় কলাই মুড়ি
একটু পরে চুপ,
কোন সাহসে নুনের পুতুল
সাগরে দেয় ডুব৷


দুই পাতা ইংরাজি পইড়্যা
ফটর ফটর করে,
ঝনর ঝনর বাজায় কৌটা
পয়সা হইলে পরে,
আহা রে আহা রে
ও পাড়ার মাইয়া দেইখ্যা
কথা সরে না৷
ভরা কলসী আওয়াজ করে না৷

মরদ আমায় দরদ দিয়ে - লোক গীতি

0 comments
মরদ আমায় দরদ দিয়ে
ভালোবাসে না
আমি কালো বলে
মরদ কাছেও আসে না


আমি কয়লার মত কালো হলাম
দামী সাবান ঘইষ্যে মলাম
বড় লোকের মেইয়ের মত সদা হলাম না


আমি কালো বলে মরদ কাছেও আসে না
একবার চোখেও দেখে না,
মরদ আমায় দরদ দিয়ে ভালোবাসে না৷


আমি হোল তুলা জুতো লিব
হেইন্টো ঘেরা মেকশি পইরব্যো
ইনজিরি তে কথা কব
মাঠে যাব না, ও ভাই মাঠে যাব না৷


আমি কালো বলে মরদ,
কাছেও আসে না,
একবার চোখেও দ্যাখে না,
মরদ আমায় দরদ দিয়ে ভালো বাসে না৷

নারী হয় লজ্জাতে লাল - লোক গীতি

0 comments
নারী হয় লজ্জাতে লাল
ফাল্গুনে লাল শিমূল বন
এ কোন রঙে রঙিন হলো
বাউল মন মন রে।।
চল সুন্দর শরৎ কালে
ফুল বসন্ত কালে
প্রেমের খেলা জমে ভালো যৌবনে সই লো…
ফাগুনের মাতাল হাওয়ায়
মাতাল হইয়াছে মন।।
চাঁদ ডুবেছে নদীর জলে
ভ্রোমরা ফুলে ফুলে
আমার প্রাণ বন্ধু কেন বোঝে না সই লো…
রূপ যেন তার মাতাল হাওয়া
চোখ যেন তার গহীন বন।।

কান্দিয়া আকুল হইলাম - ইদম শাহ্

0 comments
খা(কা)ন্দিয়া আকুল অ(হ)ইলাম ব(ভ)ব নদীর ফা(পা)ড়ে
মন তরে খে(কে) বা ফা(প)র করে
সুসময়ে দিন গুবাইয়া
অসময়ে
আইলাম নদীর ফা(পা)রে
ও মাঝি তর নাম জানি না
আমি ডাইক দিমু খা(কা)রে
মন তরে খে(কে) বা ফা(পা)র করে


নাও আসে(ছে) খোয়াইনি নাইরে
অ(ও)রে মানুষ নাইরে ফা(পা)রে
ও মাঝি তর নাম জানি না
আমি ডাইক দিমু খা(কা)রে
মন তরে খে(কে) বা ফা(প)র করে


অদ(ধ)ম ইদমে বলে
আমার কি আসে(ছে) কফা(পা)লে
অ(হ)জরত শা জালালের দরগায় বসি
অ(ও) মোর ইদম শায়ে খা(কা)ইন্দে
মন তরে খে(কে) বা ফা(প)র করে

কাঁচা হাড়িতে লো হাঁড়িতে - বাউল

0 comments
ও কাঁচা হাড়িতে লো হাঁড়িতে
রাখিতে নারিলি প্রেমজল
কাঁচা হাঁড়ি যদি পাঁকা হবি
ভাইরে ভাই চলে যাবি গুরুর বাড়িরে
আবার প্রেমাগুনে সিদ্ধ হবি
রূপে করবি টলমল


সদানন্দ ভেবে আউল
কথা যে বুঝেছে সেইতো বাউল
ধান কুটিলে হয়েরে চাউল
আবার তুষ কুটিলে কিবা ফল কিবা ফল


কাঁচা হাঁড়ি জলে দিলে
তখনই যাইবে গলে
তখন দুই জনাতে লাগবি গণ্ডোগোল

একে তো বাঁশবাড়ির মশা

0 comments
একে তো বাঁশবাড়ির মশা
কামড়াইলে পড়ে পোষা
প্যাটকোনা তোর নাল ডিমাডিম করে
মশার কামড়ে টাঙানু মশারী
মশা ফাঁক দিয়ে ভিতরি সিন্ধাইসে৷


মশার কামড়ে গেনু বাপের বাড়ি
আরে চ্যাংড়া মশা
বেড়ায় চারিধারি
রে মশা প্যাটখোনা তোর নালডিমাডিম করে৷


মশার কামড়ে গায়ে দিনু ক্যাঁথা
আরে চ্যাংড়া মশা কয় পিরীতির কথা
রে মশা প্যাটখোনা তোর নালডিমাডিম করে৷


মশার কামড়ে ঘরে দিনু ধুঁয়া
আরে চ্যাংড়া মশা
খাইলে গালে চুমা
রে মশা প্যাটখোনা তোর নালডিমাডিম করে৷

বাঁশী তুই বাজিস নারে - পবন দাস বাউল

0 comments
বাঁশী তুই বাজিস নারে
বাড়ে বুকের জ্বালা
কেমন করে বোঝাই তোরে
আমি যে অবলা
বাঁশী বাজিস নারে


বাঁশী তুই তোর সুরেতে গানের খেয়া
(ওরে) জলে ভাসা নাও
গুনগুনাগুন মনের আগুন
জলে নেভে না


ওপার বাঁশী বাজিস বাঁকা
এপার বসে কাঁদি একা গো
আমার মনের নদী ঢেউ খেলে যায়
হইল পরান কালা


বাঁশী তোর বাঁশের আগায়
জনম রে তোর
বিষে ভরা অন্তরে তোর
হাতে যদি পাইতাম তোরে (ও বাঁশী)
ভাঙিতাম এ কেল্লা

আমার ঘরে কোন এক পাখি - পবন দাস বাউল

0 comments
আমার ঘরে কোন এক পাখি
বসত করে যায়
ঘরতে গেলে দেয়না ধরা
করি কি উপায়


আঁখির কোনে পাখির বাসা
নীড়ে থাকে এই মোর আশা
পাখি ফিরে যেন চায়


আশা ছিল মনে মনে
বাঁধবো বাসা ঘরের কোনে
আমার আশার মুখে ছাই
আমায় ছেড়ে পাখি যেন
কখনো না যায়

বসন্ত বাতাসে সইগো - শাহ আব্দুল করিম

0 comments
বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে


বন্ধুর বাড়ির ফুলবাগানে
নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল


বন্ধুর বাড়ির ফুলের বন
বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশী
মন নিল তার সুরে


মন নিল তার বাঁশীর তানে
রূপে নিল আঁখী
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকে

দেখা দেওনা কাছে নেওনা - শাহ আব্দুল করিম

0 comments
দেখা দেওনা কাছে নেওনা আর কতো থাকি দূরে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে
কেমনে চিনিব তোমারে।


মায়ার জালে বন্দি হইয়া আর কত দিন থাকিব
মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে খুজে নেব।।


আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তেমোরে


তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই
শাস্ত্র গ্রন্থ পড়ি যতো আরো দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছো লাই ভাবতেছি তাই অন্তরে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে
কেমনে চিনিব তোমারে।


পাগল আব্দুল করিম বলে দয়া করো আমারে
নতশিরে করজোড়ে আছি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনহে
কেমনে চিনিব তোমারে।

গাড়ি চলে না চলে না - শাহ আব্দুল করিম

0 comments
গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।


মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।


ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।


ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্‌ দুর্ঘটনা।।


আবুল করিম ভাবছে এইবার
কোন্‌ দিন গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা।।

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু - শাহ আব্দুল করিম

2 comments
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখবি তোর মন
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি


পাড়া পড়শী বাদী আমার
বাদী কাল ননদী
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
—- ছেড়ে যাইবা যদি


কারে কী বলিব আমি
নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
— ছেড়ে যাইবা যদি


পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

একটা চিঠি লিখি তোমার কাছে - বিজয় সরকার

0 comments
একটা চিঠি লিখি তোমার কাছে ব্যাথার কাজলে
আশা করি পরান বন্ধু আছো কুশলে
আগে নিও ভালোবাসা অবলার না বলা ভাষা
আমার যত গোপন আশা ভিজাইয়া দেই নয়ন জলে


প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত
ফুটিল মনের বনে প্রেম পারিজাত
সেই বাসরে শুণ্যহিয়া আমি থাকি তবু পথ চাহিয়া
কান্দে আমার মন পাপিয়া গুঞ্জরিয়া বুকের তলে


যে বকুলের তলায় বসে শুনেছিলাম বাঁশী
সেই বকুলের মুকুলেতে গন্ধে অলি হাসে
ছিঁড়ে গেছে গাঁথা মালা বুকে জ্বলে দারুন জ্বালা
কুলবধু হইলা একলা কান্দি বসে নিরালে


ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে
পার যদি দেখে যেও দিনের শেষে
(আমি) কেমন আছি পরের ঘরে দেখে যেও নয়ন ভরে
বনবিহঙ্গী থাকে যেমন বাঁধা শিকলে


কি যে লিখি কি বা বাকি পাইনা খুঁজিয়া
অভাগিনীর মনের বেদন (তুমি) লও বুঝিয়া
চিঠি লিখি করি ইতি নিও আমার প্রেম পিরীতি
(অধম) রসিক বলে শেষ মিনতি চরণ কমলে