আমায় গেঁথে দাও না মা'গো
একটা পলাশ ফুলের মালা।।
আমি জনম জনম রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা।
আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই,
তিন ভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পাই।
দেব তারই সমাধিতে আমি তোমার হাতের মালা,
ভাই হারানোর জ্বালা।
তারই শোকে কোকিল ডাকে ফোঁটে বনের ফুল
ফুল ফাগুনের মধুর তিথি কেঁদে হয় আকুল।
আজও তারে স্মরণ করে সবাই সাজাই ফুলের ডালা,
ভাই হারানোর জ্বালা।
Tuesday, January 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment