Tuesday, January 26, 2010

আমার দেশের মতন এমন দেশ - আব্দুল আলীম

সুরকার ও গীতিকারঃ আব্দুল লতিফ

আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে রে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


দোয়েল কোয়েল কুটুম্ব পাখি বন-বাদাড়ে যায় রে ডাকি,
আছে শাপলা-শালুক ঝিলে-বিলে পুকুর ভরা মাছে,পুকুর ভরা মাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


হাজার তারার মানিক জ্বলে হেথায় মাটির ঘরে,
সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে, সবার হৃদয় ভরে।


বুক জুড়ানো বঁধুর হাসি রাখাল ছেলে বাজায় বাঁশি,
আহা সব দুনিয়ার সেরা ও ভাই এদেশ আমার কাছে, এদেশ আমার কাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?


Amar desher moton ...

0 comments:

Post a Comment