Tuesday, January 26, 2010

আমার দেশের মাটির গন্ধে - শাহনাজ রহমতউল্লাহ

সুরকারঃ আব্দুল আহাদ
গীতিকারঃ ড. মনিরুজ্জামান

আমারও দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন।
শ্যামল কোমল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন।


প্রানে প্রানে যেন তাই
তারই সুর শুধু পাই
দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি
এঁকে যাই সারাক্ষন।


বাতাস আমার সবুজ স্বপ্নে দুলছে
কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।


গানে গানে আজই তাই
সেই কথা বলে যাই।
নতুন আশার এনেছে জীবনে
সূর্যেরই এ লগন।

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

0 comments:

Post a Comment