ও কাঁচা হাড়িতে লো হাঁড়িতে
রাখিতে নারিলি প্রেমজল
কাঁচা হাঁড়ি যদি পাঁকা হবি
ভাইরে ভাই চলে যাবি গুরুর বাড়িরে
আবার প্রেমাগুনে সিদ্ধ হবি
রূপে করবি টলমল
সদানন্দ ভেবে আউল
কথা যে বুঝেছে সেইতো বাউল
ধান কুটিলে হয়েরে চাউল
আবার তুষ কুটিলে কিবা ফল কিবা ফল
কাঁচা হাঁড়ি জলে দিলে
তখনই যাইবে গলে
তখন দুই জনাতে লাগবি গণ্ডোগোল
Tuesday, January 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment