Tuesday, January 12, 2010

একে তো বাঁশবাড়ির মশা

একে তো বাঁশবাড়ির মশা
কামড়াইলে পড়ে পোষা
প্যাটকোনা তোর নাল ডিমাডিম করে
মশার কামড়ে টাঙানু মশারী
মশা ফাঁক দিয়ে ভিতরি সিন্ধাইসে৷


মশার কামড়ে গেনু বাপের বাড়ি
আরে চ্যাংড়া মশা
বেড়ায় চারিধারি
রে মশা প্যাটখোনা তোর নালডিমাডিম করে৷


মশার কামড়ে গায়ে দিনু ক্যাঁথা
আরে চ্যাংড়া মশা কয় পিরীতির কথা
রে মশা প্যাটখোনা তোর নালডিমাডিম করে৷


মশার কামড়ে ঘরে দিনু ধুঁয়া
আরে চ্যাংড়া মশা
খাইলে গালে চুমা
রে মশা প্যাটখোনা তোর নালডিমাডিম করে৷

0 comments:

Post a Comment