Tuesday, January 12, 2010

বাঁশী তুই বাজিস নারে - পবন দাস বাউল

বাঁশী তুই বাজিস নারে
বাড়ে বুকের জ্বালা
কেমন করে বোঝাই তোরে
আমি যে অবলা
বাঁশী বাজিস নারে


বাঁশী তুই তোর সুরেতে গানের খেয়া
(ওরে) জলে ভাসা নাও
গুনগুনাগুন মনের আগুন
জলে নেভে না


ওপার বাঁশী বাজিস বাঁকা
এপার বসে কাঁদি একা গো
আমার মনের নদী ঢেউ খেলে যায়
হইল পরান কালা


বাঁশী তোর বাঁশের আগায়
জনম রে তোর
বিষে ভরা অন্তরে তোর
হাতে যদি পাইতাম তোরে (ও বাঁশী)
ভাঙিতাম এ কেল্লা

0 comments:

Post a Comment