Tuesday, January 12, 2010

আমার ঘরে কোন এক পাখি - পবন দাস বাউল

আমার ঘরে কোন এক পাখি
বসত করে যায়
ঘরতে গেলে দেয়না ধরা
করি কি উপায়


আঁখির কোনে পাখির বাসা
নীড়ে থাকে এই মোর আশা
পাখি ফিরে যেন চায়


আশা ছিল মনে মনে
বাঁধবো বাসা ঘরের কোনে
আমার আশার মুখে ছাই
আমায় ছেড়ে পাখি যেন
কখনো না যায়

0 comments:

Post a Comment