গীতিকবিঃ লতিফুল ইসলাম শিবলী
ভেঙে ফেল ওই বাকিংহাম প্রাসাদ
মহাশোষকের রাজপ্রাসাদ
লন্ডনের অট্টালিকা রাস্তাঘাটের
ইটপাথর সব আমাদের
সব আমাদের
সব আমাদের কেড়ে নেয়া
রাজার জামার সোনার বোতাম আমাদের
রানির মাথার মুকুটের মণি আমাদের
ফলভারে নত আমাদের বৃক্ষের কাঠে গড়া রাজসিংহাসন
আমাদের কেড়ে নেয়া অলঙ্কারে সেজেছে
তন্বী রমণী লন্ডন
আমাদের নীলচাষিদের কষ্টে ফলানো নীলে
লন্ডনের আকাশ হয়েছে নীল
আমাদের নীলে টেমসের জল নীল
আমার দাদির নাকের নোলক
হাতের বালা মাথার সিঁদুর
বিপ্লবীদের বুকের রক্ত মুখের গান
আমাদের মসলিন
আজও শোভা পায় লুটেরার জাদুঘরে
ভেঙে ফেল ওই মহাশোষকের রঙমহল
বাকিংহাম প্রাসাদ
আজ সময় এসেছে বেনিয়ার জাত
হিসেবের খাতা খোলো
যা কিছু পাই দাও ফিরিয়ে
হয়ে যাক লেনদেন।
Wednesday, January 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment