মরদ আমায় দরদ দিয়ে
ভালোবাসে না
আমি কালো বলে
মরদ কাছেও আসে না
আমি কয়লার মত কালো হলাম
দামী সাবান ঘইষ্যে মলাম
বড় লোকের মেইয়ের মত সদা হলাম না
আমি কালো বলে মরদ কাছেও আসে না
একবার চোখেও দেখে না,
মরদ আমায় দরদ দিয়ে ভালোবাসে না৷
আমি হোল তুলা জুতো লিব
হেইন্টো ঘেরা মেকশি পইরব্যো
ইনজিরি তে কথা কব
মাঠে যাব না, ও ভাই মাঠে যাব না৷
আমি কালো বলে মরদ,
কাছেও আসে না,
একবার চোখেও দ্যাখে না,
মরদ আমায় দরদ দিয়ে ভালো বাসে না৷
Tuesday, January 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment