Tuesday, January 12, 2010

তুই যে আমার মিলনমালা - এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন

চলচ্চিত্রঃ নিষ্পাপ
তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরিতি
রশ্মি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি


তুই যে সুরুজ বন্ধু আমার
আমি মেঘের কালো
নিশিরাতে তুই যে সোনা
পূর্ণ চান্দের আলো
বুকের মাঝে তুই যে আমার
সুখের সোহাগ বাতি


আমি ভ্রমর মধুমাসে (তুই যে ভ্রমর মধুমাসে)
তুই যে বনফুল (আমি বনফুল)
আমি জোয়ার প্রেমের গাঙে
তুই যে তারি কূল
এপাড়ে ওপাড়ে বন্ধু
তোরই যেন থাকি

0 comments:

Post a Comment