Tuesday, January 12, 2010

এই রূপালী গীটার ফেলে - আইয়ুব বাচ্চু

এই রূপালী গীটার ফেলে
একদিন চলে যাবো দূরে বহুদূরে
সেদিন থেকে অশ্রু তুমি রেখো
গোপন করে


মনে রেখো তুমি
কতরাত কতদিন
শুনিয়েছি গান আমি
ক্লান্তিবিহীন
অধরে তোমার
ফোটাতে হাসি
চলে গেছি আমি
সুর থেকে কত সুরে


শুধু ভেবো তুমি
অপরাধ ছিল তাই
কাঁটিয়েছি রাত্রদিন
নিদ্রাবিহীন
বেদনা আমার
হয়েছে সাথীনি
চলে গেছি আমি
কোন স্মৃতি দূরে

0 comments:

Post a Comment