এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা
নিরালায় একা একা, এলো মেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে
এ যেন কল্পনা, মিলন মোহনা
রঙীন চাদর বুনা
এ এমন বিনিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
আঁধারে চুপি চুপি, আঁকা বাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই, এত আপন করে
এ যেন প্রভাতে, গভীর আবেশে
স্নিগ্ধ শিশির ছোঁয়া
এ এমন গীতিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
Tuesday, January 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment