Tuesday, January 12, 2010

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু - শাহ আব্দুল করিম

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখবি তোর মন
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি


পাড়া পড়শী বাদী আমার
বাদী কাল ননদী
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
—- ছেড়ে যাইবা যদি


কারে কী বলিব আমি
নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
— ছেড়ে যাইবা যদি


পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

2 comments:

MuraD said...

একটা কারেকশন আছে ..

"পাড়া পড়শী বাদী আমার
বাদী কালনী নদী" হবে।

কালনী নদী সুনামগঞ্জে অবস্থিত।

আপনার সাইট টা দেখে অনেক ভাল লাগলো। একটা সময় আমিও শুরু করেছিলাম .. ব্যস্ততার জন্য আর কিছুই হয় নি

রেজওয়ান said...

@MuraD, Thank you for your correction.

Post a Comment