Friday, January 15, 2010

সবক'টা জানালা খুলে দাও না - সাবিনা ইয়াসমিন

সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু।

সবক'টা জানালা খুলে দাও না
আমি গাইব, গাইবো বিজয়েরই গান।
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।


চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই।
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন রাখতে নেই।


ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো মন ভাঙ্গা গান।
সবক'টা জানালা খুলে দাও না।


আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
ছড়িয়ে রাখো আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে।


ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো মন ভাঙ্গা গান,
সবক'টা জানালা খুলে দাও না।

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

0 comments:

Post a Comment