Friday, January 15, 2010

আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে - সতীনাথ মুখোপাধ্যায়

আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়নদুটি শুধুই তোমারে চাহে
ব্যাথার বাদলে যায় ছেয়ে।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি যেন দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে
আমার নয়দুটি শুধুই তোমারে চাহে
ব্যাথার বাদলে যায় ছেয়ে।
কতোকাল আর কতো কাল
এই পথ চলা ওগো চলবে
কতো রাত এই হিয়া
আকাশপ্রদীপ হয়ে জ্বলবে
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যাথা হয়ে আঁখিজল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিশ্বাসটুকু পেয়ে
আমার নয়দুটি শুধুই তোমারে চাহে
ব্যাথার বাদলে যায় ছেয়ে।
ডাউনলোড লিঙ্ক

0 comments:

Post a Comment