দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি
দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো
সুমন্দভাসীনি ।।
প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগীনি ।।
বাজাও কি বুণো সুর পাহাড়ী বাশীতে
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে ।।
তব কবরী মূলে, নব এলাচীরো ফুল
দুলে কুসুম বিলাসিনী ।।
Wednesday, November 25, 2009
Thursday, November 19, 2009
আমারে দেবনা ভুলিতে - কাজী নজরুল ইসলাম
আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনী যাবে যবে খুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে ....
তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে ।
তবু আমারে দেবনা ভুলিতে ....
আসিবে তোমার পরমোৎসবে, কত প্রিয়জন কে জানে
মনে পড়ে যাবে কোন সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে
তোমার কুন্জ পথে যেতে হায়, চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন মরে মিশে আছে, তোমার পথের ধুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে .... ।।
আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনী যাবে যবে খুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে ....
তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে ।
তবু আমারে দেবনা ভুলিতে ....
আসিবে তোমার পরমোৎসবে, কত প্রিয়জন কে জানে
মনে পড়ে যাবে কোন সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে
তোমার কুন্জ পথে যেতে হায়, চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন মরে মিশে আছে, তোমার পথের ধুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে .... ।।
বলনা তুই বলনা - হৃদয় খান
মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন-
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা-
ও চাতন সারাক্ষন।
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা-
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা।।
এই কথা সেই কথা কত কথা যে বলিস-
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস-
শুধু বুঝিস না মন কি চায়।।
অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে-
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে-
আর কিছুই দেবার তো নাই।।
ডাউনলোড করুন
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন-
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা-
ও চাতন সারাক্ষন।
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা-
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা।।
এই কথা সেই কথা কত কথা যে বলিস-
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস-
শুধু বুঝিস না মন কি চায়।।
অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে-
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে-
আর কিছুই দেবার তো নাই।।
ডাউনলোড করুন
কথা ছিল দেখা হবে দেখা হলো না - আদনান বাবু
কথা ছিল দেখা হবে দেখা হলো না
মনে কত কথা ছিল বলা হল না
দিন গেল দিন ফিরে এল
সেই যে গেলে আর ফিরে এলে না
তারে ছাড়া আজ তাই কাটে না সময়
জীবনের সবকিছু মিছে মনে হয়
মালা গেঁথে চলে গেল দিলো না
সেই যে গেলে আর ফিরে এলে না
ভালোবাসার এই বুঝি এলো সুসময়
মন শুধু তারে আজ কাছে পেতে চায়
কাছে পেয়েও তবু পাওয়া হলো না
সেই যে গেলে আর ফিরে এলে না
মনে কত কথা ছিল বলা হল না
দিন গেল দিন ফিরে এল
সেই যে গেলে আর ফিরে এলে না
তারে ছাড়া আজ তাই কাটে না সময়
জীবনের সবকিছু মিছে মনে হয়
মালা গেঁথে চলে গেল দিলো না
সেই যে গেলে আর ফিরে এলে না
ভালোবাসার এই বুঝি এলো সুসময়
মন শুধু তারে আজ কাছে পেতে চায়
কাছে পেয়েও তবু পাওয়া হলো না
সেই যে গেলে আর ফিরে এলে না
আমার মন্দ স্বভাব জেনেও তুমি - বারী সিদ্দীকি
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে।
তবু তুমি কেনো থাকো,
এই মানুষের সঙ্গে।
অনাদরে থেকেও তুমি
রাখো আমায় যতন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে,
তবু তুমি আশা করো ভালো কিছু পেতে,
অবহেলা পেয়েও তুমি,
কেনো চাও যে আপন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে।
তবু তুমি কেনো থাকো,
এই মানুষের সঙ্গে।
অনাদরে থেকেও তুমি
রাখো আমায় যতন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে,
তবু তুমি আশা করো ভালো কিছু পেতে,
অবহেলা পেয়েও তুমি,
কেনো চাও যে আপন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
ডিস্কো বান্দর - মিলা
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম
দেখো ডানে বামে ঘুরে ঘুরে আঙ্কেল গান করে
যদিও নেই কোন তালে
আজকে হরদম হবে মাস্তি
নেই আজ কোন শাস্তি
যদি কারও মনটা গলে
দেখো ডানে বামে ঘুরে ঘুরে আঙ্কেল গান করে
যদিও নেই কোন তালে
আজকে হরদম হবে মাস্তি
নেই আজ কোন শাস্তি
যদি কারও মনটা গলে
আন্টিও জানে না আঙ্কেলের ঠিকানা
হঠাৎ সে চেনা সুর গেয়ে ওঠে....
I am a disco dancer..... I am a disco dancer.....
I am a disco dancer.....I am a disco dancer.....
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
ইতিমধ্যে নাচে ফ্লোরে
কে যেন আস্তে করে চামে দিয়া বামে ঠেলা দেয়
স্যরি ভাই আমি বুঝি নাই আমি কে আজকে চিনি নাই
ভাই ভাই আমি চিনি নাই..
মারামারির দরকার নাই!
ইতিমধ্যে নাচে ফ্লোরে কে যেন আস্তে করে
চামে দিয়া বামে ঠেলা দেয়
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
পাগলও জানে না পাগলীর ঠিকানা কেউ তো বোঝেনা
কে নাচে ধরে কার ডানা....
তোমার পান্ঞ্জাবী জোস আমার দুপাট্টা সুন্দর
তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর
মার পান্ঞ্জাবী জোস আমার দুপাট্টা সুন্দর
তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর
I am a disco dancer....
অন্যদিকে নাচতে গিয়ে চিপায় দেখি চোখ পাকিয়ে
আঙ্কেল ধর্মেন্দ্র হতে চায়!!
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
অন্যদিকে নাচতে গিয়ে চিপায় দেখি চোখ পাকিয়ে
আঙ্কেল ধর্মেন্দ্র হতে চায়!!!
কেউ তো জানে না কারও ঠিকানা
কেউ তো বোঝেনা কে নাচে ধরে কার ডানা....
তোমার পান্ঞ্জাবী জোস আমার দুপাট্টা সুন্দর
তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর
তোমার পান্ঞ্জাবী জোস আমার দুপাট্টা সুন্দর
তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর
I am a disco dancer....I am a disco dancer....I am a disco dancer......
গানটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে (মিউজিক ভিডিও) [মিডিয়াফায়ার - 46.93 মে.বা.]
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম
দেখো ডানে বামে ঘুরে ঘুরে আঙ্কেল গান করে
যদিও নেই কোন তালে
আজকে হরদম হবে মাস্তি
নেই আজ কোন শাস্তি
যদি কারও মনটা গলে
দেখো ডানে বামে ঘুরে ঘুরে আঙ্কেল গান করে
যদিও নেই কোন তালে
আজকে হরদম হবে মাস্তি
নেই আজ কোন শাস্তি
যদি কারও মনটা গলে
আন্টিও জানে না আঙ্কেলের ঠিকানা
হঠাৎ সে চেনা সুর গেয়ে ওঠে....
I am a disco dancer..... I am a disco dancer.....
I am a disco dancer.....I am a disco dancer.....
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
ইতিমধ্যে নাচে ফ্লোরে
কে যেন আস্তে করে চামে দিয়া বামে ঠেলা দেয়
স্যরি ভাই আমি বুঝি নাই আমি কে আজকে চিনি নাই
ভাই ভাই আমি চিনি নাই..
মারামারির দরকার নাই!
ইতিমধ্যে নাচে ফ্লোরে কে যেন আস্তে করে
চামে দিয়া বামে ঠেলা দেয়
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
পাগলও জানে না পাগলীর ঠিকানা কেউ তো বোঝেনা
কে নাচে ধরে কার ডানা....
তোমার পান্ঞ্জাবী জোস আমার দুপাট্টা সুন্দর
তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর
মার পান্ঞ্জাবী জোস আমার দুপাট্টা সুন্দর
তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর
I am a disco dancer....
অন্যদিকে নাচতে গিয়ে চিপায় দেখি চোখ পাকিয়ে
আঙ্কেল ধর্মেন্দ্র হতে চায়!!
ডিগি ডিগি ডাম ডাম .... ডিগি ডিগি ডাম ডাম...
অন্যদিকে নাচতে গিয়ে চিপায় দেখি চোখ পাকিয়ে
আঙ্কেল ধর্মেন্দ্র হতে চায়!!!
কেউ তো জানে না কারও ঠিকানা
কেউ তো বোঝেনা কে নাচে ধরে কার ডানা....
তোমার পান্ঞ্জাবী জোস আমার দুপাট্টা সুন্দর
তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর
তোমার পান্ঞ্জাবী জোস আমার দুপাট্টা সুন্দর
তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর
I am a disco dancer....I am a disco dancer....I am a disco dancer......
গানটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে (মিউজিক ভিডিও) [মিডিয়াফায়ার - 46.93 মে.বা.]
আজ আবার সেই পথে দেখা হয়ে গেল - ইন্দ্রানী সেন
আজ আবার সেই পথ দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো.. বলো ভালো আছো তো ।।
ক’দিন আগে এমন হলে
ক’টা দিন আরো বেশী পেতাম
আরো আকাশ আরো বাতাস
লিখে দিত তোমার নাম
শুধু আমি নয় ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেতো
বলো ভালো আছো তো.. বলো ভালো আছো তো ।।
জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে এবার
এ ও জানি দেখা হওয়াই
কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখী তুমি হয়েছো কত
বলো ভালো আছো তো.. বলো ভালো আছো তো ।।
Download
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো.. বলো ভালো আছো তো ।।
ক’দিন আগে এমন হলে
ক’টা দিন আরো বেশী পেতাম
আরো আকাশ আরো বাতাস
লিখে দিত তোমার নাম
শুধু আমি নয় ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেতো
বলো ভালো আছো তো.. বলো ভালো আছো তো ।।
জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে এবার
এ ও জানি দেখা হওয়াই
কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখী তুমি হয়েছো কত
বলো ভালো আছো তো.. বলো ভালো আছো তো ।।
Download
ছুঁয়ে দাও আমায় - হৃদয় খান
গান-ছুঁয়ে দাও আমায়
গায়ক-হৃদয় খান
আলব্যাম-বলনা তুই বলনা
দৃষ্টির সীমানায়
মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায়
কেবলই তুমি হায়।।
ছুঁয়ে দাও আমায়
ভালোবাসায়
হারিয়ে যাবো চলো
দূর অজানায়।।
ঝিকিমিকি তারা জ্বলা
রাতরির ইশারায়
তোমার দু'চোখে
স্বপ্ন একে দেই
চাঁদ ঝরা জ্যোস্নারা
কানে কানে বলে যায়
কোথাও তোমার
তুলনা যে নেই
রং ধনুর সাত রঙ্গা
কল্পনারি ছোঁয়ায়
তোমায় তোমাকেই
ফিরে ফিরে চায়
ভাবনারা দিশেহারা
আনমনা দূর আশায়
তোমায় যদি
কখনো হারায়
দৃষ্টির সীমানায়
মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায়
কেবলই তুমি হায়
ছুঁয়ে দাও আমায়
ভালোবাসায়
হারিয়ে যাবো চলো
দূর অজানায়।।
গায়ক-হৃদয় খান
আলব্যাম-বলনা তুই বলনা
দৃষ্টির সীমানায়
মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায়
কেবলই তুমি হায়।।
ছুঁয়ে দাও আমায়
ভালোবাসায়
হারিয়ে যাবো চলো
দূর অজানায়।।
ঝিকিমিকি তারা জ্বলা
রাতরির ইশারায়
তোমার দু'চোখে
স্বপ্ন একে দেই
চাঁদ ঝরা জ্যোস্নারা
কানে কানে বলে যায়
কোথাও তোমার
তুলনা যে নেই
রং ধনুর সাত রঙ্গা
কল্পনারি ছোঁয়ায়
তোমায় তোমাকেই
ফিরে ফিরে চায়
ভাবনারা দিশেহারা
আনমনা দূর আশায়
তোমায় যদি
কখনো হারায়
দৃষ্টির সীমানায়
মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায়
কেবলই তুমি হায়
ছুঁয়ে দাও আমায়
ভালোবাসায়
হারিয়ে যাবো চলো
দূর অজানায়।।
মন ভালো নেই - তাওসীফ
মন ভালো নেই বলনা কিছুতেই তবু বুঝে নেবে কে আছে
দেখ কেউ কাছে নেই তবু তুমি এ বুকেই ভাংগা পথ সাথী কে হবে
যদি কখনো আমায় মনে পড়ে যায় খুল দুয়ার আকাশে আমি তারা নয়
যদি কখনো ছুয়ে দিতে ইচ্ছে হয় সাগর হয়ে আজ জড়াব তোমায়
কে বল কে দেখাবে পথ তোমাকে যদি যাও হারিয়ে এ শহরে
কে বল কে দেখাবে পথ তোমাকে যদি যাও হারিয়ে এ শহরে
যদি কখনো আমায় মনে পড়ে যায় খুল দুয়ার আকাশে আমি তারা নয়
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে যদি না থাকি তা কে সরাবে
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে যদি না থাকি তা কে সরাবে
যদি কখনো আমায় মনে পড়ে যায় খুল দুয়ার আকাশে আমি তারা নয়
যদি কখনো ছুয়ে দিতে ইচ্ছে হয় সাগর হয়ে আজ জড়াব তোমায়
যদি কখনো আমায় মনে পড়ে যায় খুল দুয়ার আকাশে আমি তারা নয়
দেখ কেউ কাছে নেই তবু তুমি এ বুকেই ভাংগা পথ সাথী কে হবে
যদি কখনো আমায় মনে পড়ে যায় খুল দুয়ার আকাশে আমি তারা নয়
যদি কখনো ছুয়ে দিতে ইচ্ছে হয় সাগর হয়ে আজ জড়াব তোমায়
কে বল কে দেখাবে পথ তোমাকে যদি যাও হারিয়ে এ শহরে
কে বল কে দেখাবে পথ তোমাকে যদি যাও হারিয়ে এ শহরে
যদি কখনো আমায় মনে পড়ে যায় খুল দুয়ার আকাশে আমি তারা নয়
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে যদি না থাকি তা কে সরাবে
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে যদি না থাকি তা কে সরাবে
যদি কখনো আমায় মনে পড়ে যায় খুল দুয়ার আকাশে আমি তারা নয়
যদি কখনো ছুয়ে দিতে ইচ্ছে হয় সাগর হয়ে আজ জড়াব তোমায়
যদি কখনো আমায় মনে পড়ে যায় খুল দুয়ার আকাশে আমি তারা নয়
সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ - নকুল কুমার বিশ্বাস
সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
তুমি জালেম হয়ে ধরো যদি আলেমরই সাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
রোজা রেখে সোজা কভু না হয় যদি মন
লোক দেখানো বোঝা টেনে লাভ কি অকারণ
যদি বন্ধ না হয় রিপুর তাড়ন
কু-স্বভাবের রেওয়াজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
ঈমান ঠিক করিয়া করো হজ্ব আর যাকাত
নইলে বিফল হবে কালাম-কলমা হাজারো রাকাত
যদি না পৌঁছায় তোর ওই মোনাজাত
পাক দরবারের মাঝ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
আরাম করে হারাম খেয়ে হারালি ঈমান
অমান্য করিলি আল্ কোরাআনের বিধান
আসলে হাশরের ময়দানের নিদান
সাজাবিরে ঠকবাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
নকুল বলে জীবনে তোর গুনা সীমাহীন
মক্কা গেলেও রক্ষা নাইরে কেয়ামতের দিন
তুই দোজখবাসী হবি সেদিন
পড়বে গজবেরই বাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
তুমি জালেম হয়ে ধরো যদি আলেমরই সাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
রোজা রেখে সোজা কভু না হয় যদি মন
লোক দেখানো বোঝা টেনে লাভ কি অকারণ
যদি বন্ধ না হয় রিপুর তাড়ন
কু-স্বভাবের রেওয়াজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
ঈমান ঠিক করিয়া করো হজ্ব আর যাকাত
নইলে বিফল হবে কালাম-কলমা হাজারো রাকাত
যদি না পৌঁছায় তোর ওই মোনাজাত
পাক দরবারের মাঝ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
আরাম করে হারাম খেয়ে হারালি ঈমান
অমান্য করিলি আল্ কোরাআনের বিধান
আসলে হাশরের ময়দানের নিদান
সাজাবিরে ঠকবাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
নকুল বলে জীবনে তোর গুনা সীমাহীন
মক্কা গেলেও রক্ষা নাইরে কেয়ামতের দিন
তুই দোজখবাসী হবি সেদিন
পড়বে গজবেরই বাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
বলো নামের শেষে পদবিটা - নকুল কুমার বিশ্বাস
বলো নামের শেষে পদবিটা এই যুগে আর কী দরকার
যুক্তি নাই এই উপাধি এখন টানার
ছিলো প্রাচীনকালে প্রয়োজন খেতাব শুনে পেশা জানার।
হলো কীর্তন করে কীর্তনীয়া ঘর বানাইয়া ঘরামী
গাইন আর বাইন তারাই যারা গান বাজনায় ছিলো নামী
হলো মোড়ল থেকে মণ্ডল টাইটেল টিকা দিয়ে টিকাদার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
প্রচুর ভূমির মালিক যারা তারাইতো ভূঁইয়া-ভৌমিক
বৈরাগ্য থেকে বৈরাগী মল্লযোদ্ধারা মল্লিক
ছিলো কাঠের কাজে বাড়ৈ টাইটেল তালুক থেকে তালুকদার
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
বাদশাহের রাজস্ব হিসাব রাখতো যে সে মজুমদার
রাজস্ব আদায়কারীদের উপাধি ছিলো সরকার
পেলো পাইকের নেতা সর্দার টাইটেল ঢালী আখ্যা ঢাল যোদ্ধার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
শিবের গাজন গেয়ে বালা আনুগত্য থেকে দাস
রাজার বিশ্বাসী প্রজারা পেয়েছে টাইটেল বিশ্বাস
যারা শান্তিরক্ষক কর্মচারী তারাইতো ছিলো শিকদার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
ছিলো চৌধুরী আর রায় উপাধি যারা রাজা জমিদার
‘হাওলা’ মানে তত্ত্বাবধান সেইসূত্রে হলো হালদার
যে আয়ুর্বেদীয় চিকিৎসক বৈদ্য টাইটেল ছিলো তার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
জাগে পদবিতে হীনতা আর কারও অহঙ্কার
তাই আইন করে এ পদবিকে তুলে দেওয়া খুব দরকার
নকুল কয় পাক্ যোগ্য সম্মান- গুণ যোগ্যতা যেটুক যার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
যুক্তি নাই এই উপাধি এখন টানার
ছিলো প্রাচীনকালে প্রয়োজন খেতাব শুনে পেশা জানার।
হলো কীর্তন করে কীর্তনীয়া ঘর বানাইয়া ঘরামী
গাইন আর বাইন তারাই যারা গান বাজনায় ছিলো নামী
হলো মোড়ল থেকে মণ্ডল টাইটেল টিকা দিয়ে টিকাদার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
প্রচুর ভূমির মালিক যারা তারাইতো ভূঁইয়া-ভৌমিক
বৈরাগ্য থেকে বৈরাগী মল্লযোদ্ধারা মল্লিক
ছিলো কাঠের কাজে বাড়ৈ টাইটেল তালুক থেকে তালুকদার
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
বাদশাহের রাজস্ব হিসাব রাখতো যে সে মজুমদার
রাজস্ব আদায়কারীদের উপাধি ছিলো সরকার
পেলো পাইকের নেতা সর্দার টাইটেল ঢালী আখ্যা ঢাল যোদ্ধার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
শিবের গাজন গেয়ে বালা আনুগত্য থেকে দাস
রাজার বিশ্বাসী প্রজারা পেয়েছে টাইটেল বিশ্বাস
যারা শান্তিরক্ষক কর্মচারী তারাইতো ছিলো শিকদার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
ছিলো চৌধুরী আর রায় উপাধি যারা রাজা জমিদার
‘হাওলা’ মানে তত্ত্বাবধান সেইসূত্রে হলো হালদার
যে আয়ুর্বেদীয় চিকিৎসক বৈদ্য টাইটেল ছিলো তার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
জাগে পদবিতে হীনতা আর কারও অহঙ্কার
তাই আইন করে এ পদবিকে তুলে দেওয়া খুব দরকার
নকুল কয় পাক্ যোগ্য সম্মান- গুণ যোগ্যতা যেটুক যার।
যুক্তি নাই এই পদবি এখন টানার।।
বর্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার - নকুল কুমার বিশ্বাস
(কথিত শূদ্রবর্ণের লোকেরা মন্দিরের প্রণামীর বাক্সে হাত দিয়ে টাকা ফেললেও প্রণামীর বাক্স বা মন্দির কোনোটাই অপবিত্র হয় না। এমন কি, সেই টাকায় ঠাকুর-দেবতার নৈবিদ্য কিনলেও পূজা অশুদ্ধ হয় না। কিন্তু কোনো নিম্নবর্ণের ভক্ত যদি পূজারীকে ছুঁয়ে দেয় তখন পূজারীকে আবার স্নান করে অথবা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ হয়ে তবে পূজায় বসতে হয়। এমনি একটি বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে এই গানটির উৎপত্তি।)
বর্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার
সাহা-কুণ্ডু-ব্রাহ্মণ-মুচি কোন্ বর্ণে জন্ম কাহার।
‘বৃ’-ধাতু হইতে সৃষ্টি বর্ণ কথাটিরে ভাই
‘বৃ’ অর্থ বরণ করা শোনো তোমাদের জানাই
যে কর্ম যে বরণ করে
সেজনই সে বর্ণ ধরে
শুদ্রও ব্রাহ্মণ হতে পারে
শাস্ত্রে পাই তা দেখিবার।।
“চাতুরবর্ণং ময়াসৃষ্টং গুণকর্ম বিভাগশঃ”
গীতার পাতায় লেখা আছে খুলে একবার পড়ে এসো
তোমরা গীতার পাতা নাহি পড়ে
পিতার পরিচয়টি ধরে
রকের দাবি শক্ত করে
কেউ ধারো না কারো ধার।।
কর্মগুণে বর্ণ পাল্টায় শাস্ত্রের পাতায় দেখতে পাই
ক্ষত্রিয় সে বিশ্বামিত্র ব্রাহ্মণ হয়েছিলো তাই
শূদ্র নাকি ছিলো শুনি
কক্ষিবত্ আর ঔলষমুনি
হলো তারা হয়ে গুণী
ব্রাহ্মণ বর্ণে একাকার।।
তবে শুদ্র গুণী হলেও কেনো বৈশ্যতে ঘৃণা করে
দিগ্বিজয়ী পণ্ডিত হলেও ব্রাহ্মণে নেয় না ঘরে
বর্ণ-জাতি এক করেছে
ওই বেদখানা কে লিখেছে
নকুল বলে আশা আছে
জাতিভেদ জানিবার।।
বর্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার
সাহা-কুণ্ডু-ব্রাহ্মণ-মুচি কোন্ বর্ণে জন্ম কাহার।
‘বৃ’-ধাতু হইতে সৃষ্টি বর্ণ কথাটিরে ভাই
‘বৃ’ অর্থ বরণ করা শোনো তোমাদের জানাই
যে কর্ম যে বরণ করে
সেজনই সে বর্ণ ধরে
শুদ্রও ব্রাহ্মণ হতে পারে
শাস্ত্রে পাই তা দেখিবার।।
“চাতুরবর্ণং ময়াসৃষ্টং গুণকর্ম বিভাগশঃ”
গীতার পাতায় লেখা আছে খুলে একবার পড়ে এসো
তোমরা গীতার পাতা নাহি পড়ে
পিতার পরিচয়টি ধরে
রকের দাবি শক্ত করে
কেউ ধারো না কারো ধার।।
কর্মগুণে বর্ণ পাল্টায় শাস্ত্রের পাতায় দেখতে পাই
ক্ষত্রিয় সে বিশ্বামিত্র ব্রাহ্মণ হয়েছিলো তাই
শূদ্র নাকি ছিলো শুনি
কক্ষিবত্ আর ঔলষমুনি
হলো তারা হয়ে গুণী
ব্রাহ্মণ বর্ণে একাকার।।
তবে শুদ্র গুণী হলেও কেনো বৈশ্যতে ঘৃণা করে
দিগ্বিজয়ী পণ্ডিত হলেও ব্রাহ্মণে নেয় না ঘরে
বর্ণ-জাতি এক করেছে
ওই বেদখানা কে লিখেছে
নকুল বলে আশা আছে
জাতিভেদ জানিবার।।
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে - নকুল কুমার বিশ্বাস
গীতিকার: নকুল কুমার বিশ্বাস Ф শিল্পী: কুমার বিশ্বজিত
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে
বন্ধু-বান্ধব আসবে যারা
নানা প্রশ্ন করবে তারা
বন্ধু-বান্ধব আসবে যারা
কত প্রশ্ন করবে তারা
আমি থাকব শুয়ে বালিশ ছাড়া
পারব না ঠোঁট নাড়িতে
আপন যারা তারা এসে
সাজাবেরে নতুন বেশে
আমি টিকিট ছাড়া উঠবো শেষে
ইঞ্জিন ছাড়া গাড়িতে
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে
বন্ধু-বান্ধব আসবে যারা
নানা প্রশ্ন করবে তারা
বন্ধু-বান্ধব আসবে যারা
কত প্রশ্ন করবে তারা
আমি থাকব শুয়ে বালিশ ছাড়া
পারব না ঠোঁট নাড়িতে
আপন যারা তারা এসে
সাজাবেরে নতুন বেশে
আমি টিকিট ছাড়া উঠবো শেষে
ইঞ্জিন ছাড়া গাড়িতে
পূজা করো যজ্ঞ করো - নকুল কুমার বিশ্বাস
পূজা করো যজ্ঞ করো
মালা জপো টিকি ধরো
একদিন ঘরের খবর লইছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
অজ্ঞ হইয়া যজ্ঞ করো না জানিয়া বাপের নাম
না জানিয়া পূজিতেছো মাটির গড়া কৃষ্ণ-রাম
তুলসীর মালা জপিতেছো
ভাবিয়া কী দেখিয়াছো
টিকি ধরে কী পাইয়াছো
হিসাবে মিলাইছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
পাষাণ পূজায় আসান হয় না জীবনের দুঃখ-ব্যথা
দেখ হাদিসে করিয়া হদিস যজুর্বেদেও সেই কথা
একটি বছর হইলে পূর্তি
মাটি নিয়া করো ফূর্তি
তোমার ঘরে আছে জ্যান্ত মূর্তি
তাহার পূজা করছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
তোমার ময়লা মনে বয়লা হাতে গলায় পরো রুদ্রাক্ষ
ভক্ত তুমি বড়ই শক্ত গেরুয়ায় দিচ্ছে সাক্ষ্য
আইছো হাট-বাজারের রঙ লাগাইয়া
পরার কাপড় ছাপাইয়া
একদিন কৃষ্ণ নামের রঙ মাখাইয়া
মনটারে রাঙাইছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
‘ব্যাপিত্তঞ্চ নিরাকৃতম্ যত্তীর্থ যাত্রা দিনা’
বেদব্যাস বলছেন তাহা বলো কথা সত্য কিনা
কাশীতে নাই শিব আর কালী
কী দেখতে যাও খালি খালি
আছে মনের ঘরে বনমালী
খুঁইজা তারে দেখছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগ্নিগণ
এই দেহের মধ্যেই গয়া-কাশী-শ্রীক্ষেত্র আর বৃন্দাবন
যাও পাসপোর্ট আর ভিসা করে
হরকে দেখতে হরিদ্বারে
একদিন যেতে হবে পরপারে
তাহার ভিসা আনছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
মালা জপো টিকি ধরো
একদিন ঘরের খবর লইছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
অজ্ঞ হইয়া যজ্ঞ করো না জানিয়া বাপের নাম
না জানিয়া পূজিতেছো মাটির গড়া কৃষ্ণ-রাম
তুলসীর মালা জপিতেছো
ভাবিয়া কী দেখিয়াছো
টিকি ধরে কী পাইয়াছো
হিসাবে মিলাইছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
পাষাণ পূজায় আসান হয় না জীবনের দুঃখ-ব্যথা
দেখ হাদিসে করিয়া হদিস যজুর্বেদেও সেই কথা
একটি বছর হইলে পূর্তি
মাটি নিয়া করো ফূর্তি
তোমার ঘরে আছে জ্যান্ত মূর্তি
তাহার পূজা করছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
তোমার ময়লা মনে বয়লা হাতে গলায় পরো রুদ্রাক্ষ
ভক্ত তুমি বড়ই শক্ত গেরুয়ায় দিচ্ছে সাক্ষ্য
আইছো হাট-বাজারের রঙ লাগাইয়া
পরার কাপড় ছাপাইয়া
একদিন কৃষ্ণ নামের রঙ মাখাইয়া
মনটারে রাঙাইছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
‘ব্যাপিত্তঞ্চ নিরাকৃতম্ যত্তীর্থ যাত্রা দিনা’
বেদব্যাস বলছেন তাহা বলো কথা সত্য কিনা
কাশীতে নাই শিব আর কালী
কী দেখতে যাও খালি খালি
আছে মনের ঘরে বনমালী
খুঁইজা তারে দেখছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগ্নিগণ
এই দেহের মধ্যেই গয়া-কাশী-শ্রীক্ষেত্র আর বৃন্দাবন
যাও পাসপোর্ট আর ভিসা করে
হরকে দেখতে হরিদ্বারে
একদিন যেতে হবে পরপারে
তাহার ভিসা আনছোনি
ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি
পোষা পাখী উড়ে যাবে - বিজয় সরকার
পোষা পাখী উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে
সে আমারে ভুলবে কেমনে সজনী একদিন ভাবি নাই মনে
খেলতো পাখী সোনালী খাঁচায়
কতো কি বলিতো আমায়
বসে রূপালী আড়ায়
স্ফটিকের বাতি ভরে খাবার দিতাম থরে থরে
নিঠুর পাখী আমার খেলতো আনমনে
জংলি পাখী করলো সর্বনাশ
শুধু করি হাই হুতাস
কোথায় করবো তারে তালাশ
বনের পাখী বনে গেল
দিল আমার বুকে শেল
নিঠুর পাখী আমার গেল কোন বনে
আমি পাখীর মায়া ভুলবো কেমনে
পাখীর মায়ায় পড়ে কতো লোক
তারা পেল আমার মত শোক
তাদের জল ভরা দুই চোখ
অসীম গহীন বনের পাখী
(তারে) আপন বলে কেন ডাকি
পাগল বিজয় কান্দে পাখীর সন্ধানে
পাগল বিজয় কান্দে বসে বিজনে
Download
সে আমারে ভুলবে কেমনে সজনী একদিন ভাবি নাই মনে
খেলতো পাখী সোনালী খাঁচায়
কতো কি বলিতো আমায়
বসে রূপালী আড়ায়
স্ফটিকের বাতি ভরে খাবার দিতাম থরে থরে
নিঠুর পাখী আমার খেলতো আনমনে
জংলি পাখী করলো সর্বনাশ
শুধু করি হাই হুতাস
কোথায় করবো তারে তালাশ
বনের পাখী বনে গেল
দিল আমার বুকে শেল
নিঠুর পাখী আমার গেল কোন বনে
আমি পাখীর মায়া ভুলবো কেমনে
পাখীর মায়ায় পড়ে কতো লোক
তারা পেল আমার মত শোক
তাদের জল ভরা দুই চোখ
অসীম গহীন বনের পাখী
(তারে) আপন বলে কেন ডাকি
পাগল বিজয় কান্দে পাখীর সন্ধানে
পাগল বিজয় কান্দে বসে বিজনে
Download
দরদীয়া রে কোন দেশে যাবো - বিজয় সরকার
দরদীয়া রে কোন দেশে যাবো
তোর লাগিয়া রে
আমার জীবনে মরনে সুখ নাই
ঐ মুখ না দেখিয়া রে
ঝিল্লিমুখর ঘর-বাড়ি সব রজনী নিঝুম
একা একা বসে আছি চোখে নাইরে ঘুম
কাঁদে আমার সাথে বনের কুসুম
রজনী জাগিয়া রে
আধ ফালি এক চাঁদের হাসি
শেফালী বনে
———————- ?
আছি প্রতীক্ষায় এই শূণ্য ভুবনে
মিলন
তটিনী চলেছে ঢেয়ে
সে কার তল্লাসিয়া রে
তোর লাগিয়া রে
আমার জীবনে মরনে সুখ নাই
ঐ মুখ না দেখিয়া রে
ঝিল্লিমুখর ঘর-বাড়ি সব রজনী নিঝুম
একা একা বসে আছি চোখে নাইরে ঘুম
কাঁদে আমার সাথে বনের কুসুম
রজনী জাগিয়া রে
আধ ফালি এক চাঁদের হাসি
শেফালী বনে
———————- ?
আছি প্রতীক্ষায় এই শূণ্য ভুবনে
মিলন
তটিনী চলেছে ঢেয়ে
সে কার তল্লাসিয়া রে
তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা - বিজয় সরকার
তুমি জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার বেদন বুঝো না
ফাল্গুন দোল পূর্ণিমায়
মৃদু মৃদু বায়ু বয়
ফুলবনে পুলকের আল্পনা
মাধুয়া মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
করেছিনু যামিনী যাপনা
(তুমি) আমায় ফেলে চলে গেলে
কি আগুন মোর বুকে জ্বেলে
একদিনও দেখতে তুমি এলে না
যদি পেতাম দুঃখিনীর কুটিরে
দেখাইতাম অন্তর চিঁড়ে
বুকের ব্যথা মুখে বলা চলে না
কাষ্ঠ-নলে দাবানল
পুড়ে যায় বন জঙ্গল
মন পোড়া পিরিত বন্ধু তাহা নয়
কত বিরহীনির তুমি অন্তর তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জলে গেলে জ্বলে দ্বিগুণ
নিভে না– না নিভে না
খুঁজিলাম জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
কোনখানে পাইনে তোমার ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
ফিরবে কি জীবনে মোর
মনে রইলে ব্যথা ভরা বাসনা
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার বেদন বুঝো না
ফাল্গুন দোল পূর্ণিমায়
মৃদু মৃদু বায়ু বয়
ফুলবনে পুলকের আল্পনা
মাধুয়া মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
করেছিনু যামিনী যাপনা
(তুমি) আমায় ফেলে চলে গেলে
কি আগুন মোর বুকে জ্বেলে
একদিনও দেখতে তুমি এলে না
যদি পেতাম দুঃখিনীর কুটিরে
দেখাইতাম অন্তর চিঁড়ে
বুকের ব্যথা মুখে বলা চলে না
কাষ্ঠ-নলে দাবানল
পুড়ে যায় বন জঙ্গল
মন পোড়া পিরিত বন্ধু তাহা নয়
কত বিরহীনির তুমি অন্তর তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জলে গেলে জ্বলে দ্বিগুণ
নিভে না– না নিভে না
খুঁজিলাম জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
কোনখানে পাইনে তোমার ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
ফিরবে কি জীবনে মোর
মনে রইলে ব্যথা ভরা বাসনা
জনম আমার গেল বিফলে - বিজয় সরকার
কোন দেশেতে যাব গুরু
যাব আমি তোমার সন্ধানে
জনম আমার গেল বিফলে
আমায় মানবকুঞ্জে কনে বা পাঠালে
বহুজনম করিয়ে এমন তবুও হলনা স্মরণ
শুধু মায়ারই কারণ
আমার এ জনম বিফলে গেল
কৃষ্ণ সেবায় না লাগিল
আমার এ দুঃখ কি যাবে মরিলে
ভাই-বন্ধু-পুত্র পরিজন
তারা ভাবে না কখন
আমি ভাবি সর্বক্ষণ
যাবে ভাবিলে হয় চির শান্তি
জীবনে কেটে যায়রে মোহশান্তি
তারে পুজলেম না দুই নয়নের জলে
সাধু গুরুর চরণ ধৌত জল
শুনি সর্ব তীর্থের ফল
কবে করিব সম্বল
শুধু এ করিও দান বন্ধু
নয়নে আসে যেন জল একবিন্দু
সে জলে দেব আমি
সাধু গুরুর চরণ যুগলে
আমার বৃথা এই জনমে
পাগল বিজয় বলে মন ইন্দ্রিয়রে
তুই রইলি মোহ অন্ধকারে
সাধু গুরুর কৃপা হলে
কত প্রেম ফল ফলে
যাব আমি তোমার সন্ধানে
জনম আমার গেল বিফলে
আমায় মানবকুঞ্জে কনে বা পাঠালে
বহুজনম করিয়ে এমন তবুও হলনা স্মরণ
শুধু মায়ারই কারণ
আমার এ জনম বিফলে গেল
কৃষ্ণ সেবায় না লাগিল
আমার এ দুঃখ কি যাবে মরিলে
ভাই-বন্ধু-পুত্র পরিজন
তারা ভাবে না কখন
আমি ভাবি সর্বক্ষণ
যাবে ভাবিলে হয় চির শান্তি
জীবনে কেটে যায়রে মোহশান্তি
তারে পুজলেম না দুই নয়নের জলে
সাধু গুরুর চরণ ধৌত জল
শুনি সর্ব তীর্থের ফল
কবে করিব সম্বল
শুধু এ করিও দান বন্ধু
নয়নে আসে যেন জল একবিন্দু
সে জলে দেব আমি
সাধু গুরুর চরণ যুগলে
আমার বৃথা এই জনমে
পাগল বিজয় বলে মন ইন্দ্রিয়রে
তুই রইলি মোহ অন্ধকারে
সাধু গুরুর কৃপা হলে
কত প্রেম ফল ফলে
এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে - বিজয় সরকার
এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
যখন নগদ তলব তাকিত পত্র নেবে আসবে যবে
মোহ ঘুমে যে দিন আমার মুদিরে দুই চোখ
পাড়াপড়শী প্রতিবেশী পাবে কিছু শোক
তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে
যতো বড় হউকনা কেন রাজা জমিদার
পাকা বাড়ি জুড়ি গাড়ি ট্রানজিস্টার
তখন থাকবে না কোন অধিকার বিষয় ও বৈভবে
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ ভবে
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলো যেন
এই পৃথিবীর অস্বস্তি বোধ থাকবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
যখন নগদ তলব তাকিত পত্র নেবে আসবে যবে
মোহ ঘুমে যে দিন আমার মুদিরে দুই চোখ
পাড়াপড়শী প্রতিবেশী পাবে কিছু শোক
তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে
যতো বড় হউকনা কেন রাজা জমিদার
পাকা বাড়ি জুড়ি গাড়ি ট্রানজিস্টার
তখন থাকবে না কোন অধিকার বিষয় ও বৈভবে
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ ভবে
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলো যেন
এই পৃথিবীর অস্বস্তি বোধ থাকবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে
Tuesday, November 17, 2009
সখিনা - ফজলুর রহমান বাবু
আটটার সময় আমরা টিকেট কাটি,
নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ী;
দশটার সময় বাড়ী পৌঁছাই গো...
সেই জেলায় বাড়ী।
অল্প না বয়সের সখিনা ছেড়ি,
আমার মনটা ক্যান করলি চুরি?
সত্যি কইরা বল না ছেড়ি গো;
কোন জেলায় বাড়ী??
গানের লিংক
Monday, November 16, 2009
আমি জানিতে চাই দয়াল - বিজয় সরকার
আমি জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কি
আমরা বহুনামে ধরাধামে
কত রকমে ডাকি
কেউ তোমায় বলে ভগবান
আর গড কেউ করে আহ্বান
কেউ খোদা কেউ জিহুদা
কেউ কয় পাপীয়ান
গাইলাম জনম ভরে মুখস্থ গান
মুখ বুলা টিয়াপাখী
সর্বশাস্ত্রে শুনিতে যে পাই
দয়াল তোমার নাকি মাতাপিতা নাই
তবে তোমার নামকরন কে করলে সাঁই
বসে ভাবি তাই
তুমি নামি কি অনামি সে সাঁই
আমরা তার বুঝি বা কি
কেহ পিতা কেহ পুত্র কয়
আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়
তুমি সকলেরই সকল আবার
কারো কেহ নয়
তোমার দেওয়া আসল পরিচয়
কে জানে তা কি না কি
বিজয় বলে মনের কথা কই
আমি খাঁটি ভাবের পাগল নই
আমার গোল বেঁধেছে মনের মাঝে
তাতেই পাগল হই
আমার বুকে যা আই মুখে তা কই
কাঁটা কান চুলে ঢাকি
আসল নামটি কি
আমরা বহুনামে ধরাধামে
কত রকমে ডাকি
কেউ তোমায় বলে ভগবান
আর গড কেউ করে আহ্বান
কেউ খোদা কেউ জিহুদা
কেউ কয় পাপীয়ান
গাইলাম জনম ভরে মুখস্থ গান
মুখ বুলা টিয়াপাখী
সর্বশাস্ত্রে শুনিতে যে পাই
দয়াল তোমার নাকি মাতাপিতা নাই
তবে তোমার নামকরন কে করলে সাঁই
বসে ভাবি তাই
তুমি নামি কি অনামি সে সাঁই
আমরা তার বুঝি বা কি
কেহ পিতা কেহ পুত্র কয়
আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়
তুমি সকলেরই সকল আবার
কারো কেহ নয়
তোমার দেওয়া আসল পরিচয়
কে জানে তা কি না কি
বিজয় বলে মনের কথা কই
আমি খাঁটি ভাবের পাগল নই
আমার গোল বেঁধেছে মনের মাঝে
তাতেই পাগল হই
আমার বুকে যা আই মুখে তা কই
কাঁটা কান চুলে ঢাকি
আমার দুই নয়নে বহে ধারা গো - বিজয় সরকার
আমার দুই নয়নে বহে ধারা গো
আমি মুছব কত অঞ্চলে
প্রাণজ্বলে সে আর আসিবে গো
কলংকিনি না মরিলে
নিশিতে সাজাইলাম রে বন্ধু
ফুলের বাসর ঘর
দেখতে অতি মহোহর বন্ধু
আমার ফুলের মালা হইলো বাসী
মালা দিব কার গলে
প্রাণ জ্বলে
আসবে বলে প্রাণের বন্ধু (আমার)
রইলাম চেয়ে
আমার বন্ধু বিনোদিয়া বন্ধুরে
আমার বন্ধু বিনে সোনার যৌবন
মরিব সই অকালে
প্রাণ জ্বলে
আমি বন্ধুর তালাশে যাব
প্রতি ঘরে ঘরে
বন্ধু রইল কার বাসরে
বন্ধুরে
পাগল ফকির ভানু কেন্দে বলে
আর কি পাব তাহারে
আমি মুছব কত অঞ্চলে
প্রাণজ্বলে সে আর আসিবে গো
কলংকিনি না মরিলে
নিশিতে সাজাইলাম রে বন্ধু
ফুলের বাসর ঘর
দেখতে অতি মহোহর বন্ধু
আমার ফুলের মালা হইলো বাসী
মালা দিব কার গলে
প্রাণ জ্বলে
আসবে বলে প্রাণের বন্ধু (আমার)
রইলাম চেয়ে
আমার বন্ধু বিনোদিয়া বন্ধুরে
আমার বন্ধু বিনে সোনার যৌবন
মরিব সই অকালে
প্রাণ জ্বলে
আমি বন্ধুর তালাশে যাব
প্রতি ঘরে ঘরে
বন্ধু রইল কার বাসরে
বন্ধুরে
পাগল ফকির ভানু কেন্দে বলে
আর কি পাব তাহারে
মৌসুমী ১ - ফিডব্যাক
ফিরে এসো এই অন্তরে
ফিরে এসো এই অন্তরে
তুলনাহীনা বান্ধবী
যেওনাকো তুমি ঐ দূরে
ব্যাথা জাগে এই মন জুড়ে
হতে চাই গিয়ে তোমার গীতি কবি
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভূলে অভিমান হও সঙ্গীনি ।
তুমি আছ প্রান স্পন্দনে
তুমি আছ হাসি ক্রন্দনে
অপরাজিতা নন্দিনী
চেয়ে দেখ তুমি ঐ চোখে
তুমি আছ সুখ আর দুঃখে
এঁকে যাই শুধু তোমার মুখছবি ।
ফিরে এসো এই অন্তরে
তুলনাহীনা বান্ধবী
যেওনাকো তুমি ঐ দূরে
ব্যাথা জাগে এই মন জুড়ে
হতে চাই গিয়ে তোমার গীতি কবি
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভূলে অভিমান হও সঙ্গীনি ।
তুমি আছ প্রান স্পন্দনে
তুমি আছ হাসি ক্রন্দনে
অপরাজিতা নন্দিনী
চেয়ে দেখ তুমি ঐ চোখে
তুমি আছ সুখ আর দুঃখে
এঁকে যাই শুধু তোমার মুখছবি ।
শ্রাবনের মেঘ গুলো জড়ো হলো আকাশে - ডিফারেন্ড টাচ
শ্রাবনের মেঘ গুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবনি ধারা এই
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ।
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে ।
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ।
মেঘেদের যুদ্দ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
জমেছে হাঁসের জ্বলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে ।
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ।
অঝোরে নামবে বুঝি শ্রাবনি ধারা এই
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ।
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে ।
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ।
মেঘেদের যুদ্দ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
জমেছে হাঁসের জ্বলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে ।
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ।
আকাশ নীলা...খালিদ
আকাশ নীলা তুমি বল কিভাবে
আমার শূণ্য মনে সুখ ছড়াবে
এমন করে কি তবে ভেবেছ আগে
ভালোবাসা দিয়ে ভূল ভাঙ্গাবে ।
কথা দাও, কথা দাও, কথা দাও
বুঝবে আমায়,
কথা দাও, কথা দাও, কথা দাও
আজীবন আমারি রবে ।
খুজতে, যদি আজ খুজতে
বুঝতে তবে এ মন বুঝতে
জীবনে কত যে দুঃখ লুকানো
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা ।
জানতে, যদি একটু জানতে
কি ক্ষত বুকে আমার, মানতে
লুকানো ব্যাথা হাসির আড়ালে
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা ।
আমার শূণ্য মনে সুখ ছড়াবে
এমন করে কি তবে ভেবেছ আগে
ভালোবাসা দিয়ে ভূল ভাঙ্গাবে ।
কথা দাও, কথা দাও, কথা দাও
বুঝবে আমায়,
কথা দাও, কথা দাও, কথা দাও
আজীবন আমারি রবে ।
খুজতে, যদি আজ খুজতে
বুঝতে তবে এ মন বুঝতে
জীবনে কত যে দুঃখ লুকানো
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা ।
জানতে, যদি একটু জানতে
কি ক্ষত বুকে আমার, মানতে
লুকানো ব্যাথা হাসির আড়ালে
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা ।
তুমি নেই তাই - খালিদ
তুমি নেই তাই তোমার জন্য
দহন সারাবেলা
তুমি নেই তাই তোমার জন্য
নিজের প্রতি নিজের অবহেলা ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।
তুমি নেই তাই তোমার কাছে
যাবার তাড়া
তুমি নেই তাই জীবন আমার
আজ ছন্নছাড়া ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।
তুমি নেও তাই স্বপ্নের সাথে
হয়না এখন দেখা
তুমি নেই তাই রাত্রি জেগে
হয়না চিঠি লেখা ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।
দহন সারাবেলা
তুমি নেই তাই তোমার জন্য
নিজের প্রতি নিজের অবহেলা ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।
তুমি নেই তাই তোমার কাছে
যাবার তাড়া
তুমি নেই তাই জীবন আমার
আজ ছন্নছাড়া ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।
তুমি নেও তাই স্বপ্নের সাথে
হয়না এখন দেখা
তুমি নেই তাই রাত্রি জেগে
হয়না চিঠি লেখা ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর - লতিফ সরকার
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।।
প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত,
মাতা পিতা তারার সুতো;
সকলই হবে তোমার পর
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে
শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড ।।
পড়ে রবে মাটির উপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে ।।
গায়ে দেবে মার্কিন থান
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর ।
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।।
প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত,
মাতা পিতা তারার সুতো;
সকলই হবে তোমার পর
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে
শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড ।।
পড়ে রবে মাটির উপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে ।।
গায়ে দেবে মার্কিন থান
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর ।
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় - চঁন্দ্রবিন্দু
ছেঁড়া ঘুড়ি রঙ্গিন বল
এইটুকুই সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া
বিকেল বেলা।
বাজে বকা রাত্রি দিন
অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেল কথা উড়ে যেত
হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
গল্পের মত ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলব না আড়ি
গল্পের মত ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলব না আড়ি
সে খেলা কানাগলি
রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
বইমেলা ধূলো গার্গি শ্রেয়সী
চেনা মুখগুলো
পরিচিত হাসি
বইমেলা ধূলো গার্গি শ্রেয়সী
চেনা মুখগুলো
পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
ছেঁড়া ছবি স্ফটিক জল
এইটুকু সম্বল
বাদ বাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা
একঘেয়ে ক্লান্ত দিন ক্যাম্পোজ-অ্যাসপিরিন
যানজটে দেরি হয়ে গেল বিকাল বেলা
মরা মাছের চোখ যায় যদ্দুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
অ্যালবামঃ গাধা
এইটুকুই সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া
বিকেল বেলা।
বাজে বকা রাত্রি দিন
অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেল কথা উড়ে যেত
হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
গল্পের মত ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলব না আড়ি
গল্পের মত ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলব না আড়ি
সে খেলা কানাগলি
রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
বইমেলা ধূলো গার্গি শ্রেয়সী
চেনা মুখগুলো
পরিচিত হাসি
বইমেলা ধূলো গার্গি শ্রেয়সী
চেনা মুখগুলো
পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
ছেঁড়া ছবি স্ফটিক জল
এইটুকু সম্বল
বাদ বাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা
একঘেয়ে ক্লান্ত দিন ক্যাম্পোজ-অ্যাসপিরিন
যানজটে দেরি হয়ে গেল বিকাল বেলা
মরা মাছের চোখ যায় যদ্দুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
অ্যালবামঃ গাধা
কতটা তোমায় ভালোবাসি - আব্দুল মান্নান রানা
কতটা তোমায় ভালোবাসি
তুমি জানতে চাও
ঐ সাগরের বুকে যত জ্বল
তার চেয়েও বেশী জেনে নাও ।
এই বুকটা ছিঁড়ে যদি
দেখানো যেত একবার
তুমি আছ হৃদয়ের
কতটা কাছে আমার
ভালোবাসার হিসেব তুমি করতে চাও
তবে আকাশের সর তারা গুনে নাও ।
তুমিতো জানো আমার
ভালোবাসা কতটা গভীর
তবুও সন্দেহ মনে কেন ভীড়
ভালোবাসার পরিমাপ করতে যদি চাও
তবে পৃথিবীর সীমানা জেনে নাও ।
তুমি জানতে চাও
ঐ সাগরের বুকে যত জ্বল
তার চেয়েও বেশী জেনে নাও ।
এই বুকটা ছিঁড়ে যদি
দেখানো যেত একবার
তুমি আছ হৃদয়ের
কতটা কাছে আমার
ভালোবাসার হিসেব তুমি করতে চাও
তবে আকাশের সর তারা গুনে নাও ।
তুমিতো জানো আমার
ভালোবাসা কতটা গভীর
তবুও সন্দেহ মনে কেন ভীড়
ভালোবাসার পরিমাপ করতে যদি চাও
তবে পৃথিবীর সীমানা জেনে নাও ।
আমি ইতিহাস লিখতে...আব্দুল মান্নান রানা
আমি ইতিহাস লিখতে পারবোনা
আমি তোমাকে ভূলতে পারবোনা
ইতিহাস লিখলে বিলীন হয়ে যাবে
পৃথিবীর হাজারো ভিড়ে ।
একদিন তুমি কাছে এসে দেখালে
জীবনের নতুন ঠীকানা
তুমিতো প্রথম শিখিয়ে দিলে
জীবনের মানে কত সুন্দর ।
নিসঙ্গতায় এই মন আমার ধুধু বালুচর
সেই মনও আছে প্রেম ও আছে
শুধু তুমি নেই মনে হয় ।
আমি তোমাকে ভূলতে পারবোনা
ইতিহাস লিখলে বিলীন হয়ে যাবে
পৃথিবীর হাজারো ভিড়ে ।
একদিন তুমি কাছে এসে দেখালে
জীবনের নতুন ঠীকানা
তুমিতো প্রথম শিখিয়ে দিলে
জীবনের মানে কত সুন্দর ।
নিসঙ্গতায় এই মন আমার ধুধু বালুচর
সেই মনও আছে প্রেম ও আছে
শুধু তুমি নেই মনে হয় ।
যদি সব সাগরের জল - জহির আহমেদ
যদি সব সাগরের জ্বল কালি হত
যদি পৃথিবীর সব গাছ লিখনী হত
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা
লেখা শেষ হতোনা।
যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম
যদি তাঁরায় সাজানো মালা গলায় দিতাম
আর পৃথিবীর ফুল তব পথে ছড়াতাম
তবু তোমার আমার প্রেমের কাছে
কিছু দেয়া হতোনা।
যদি শাহজাহান হয়ে তাজমহল দিতাম
যদি স্বর্ণ পাহাড় এনে তোমায় দিতাম
আর সূর্য্যমুখীর মত চেয়ে দেখতাম
তবু আমার এই চোখ ক্লান্ত হত
দেখা শেষ হতোনা।
যদি পৃথিবীর সব গাছ লিখনী হত
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা
লেখা শেষ হতোনা।
যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম
যদি তাঁরায় সাজানো মালা গলায় দিতাম
আর পৃথিবীর ফুল তব পথে ছড়াতাম
তবু তোমার আমার প্রেমের কাছে
কিছু দেয়া হতোনা।
যদি শাহজাহান হয়ে তাজমহল দিতাম
যদি স্বর্ণ পাহাড় এনে তোমায় দিতাম
আর সূর্য্যমুখীর মত চেয়ে দেখতাম
তবু আমার এই চোখ ক্লান্ত হত
দেখা শেষ হতোনা।
বেদনার সবটূকু আমাকে দিয়ে
বেদনার সবটূকু আমাকে দিয়ে
সুখ নিয়ে তুমি ফিরে যাও
তুমি সুখে থাকলে
আমি সুখে থাকবো
বলবোনা ভালোবাসা দাও।
শয্যায় বসে বসে গুনবো মরণের দিন
ভূল কি ভাঙ্গবেনা তোমার কোনদিন
জানি চিরকাল বিমুঢ হয়ে
দুঃখই পেয়ে যাবো।
মনের অগোচরে কোন কথা থাকলে বলিও
কোন কলি থাকলে তাকে ফুটতে দিও।
ভাবতে অবাক লাগে
তুমি বদলে গেছ।
সুখ নিয়ে তুমি ফিরে যাও
তুমি সুখে থাকলে
আমি সুখে থাকবো
বলবোনা ভালোবাসা দাও।
শয্যায় বসে বসে গুনবো মরণের দিন
ভূল কি ভাঙ্গবেনা তোমার কোনদিন
জানি চিরকাল বিমুঢ হয়ে
দুঃখই পেয়ে যাবো।
মনের অগোচরে কোন কথা থাকলে বলিও
কোন কলি থাকলে তাকে ফুটতে দিও।
ভাবতে অবাক লাগে
তুমি বদলে গেছ।
ঐ দুর পাহাড়ের ধারে - উইনিং
ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গি হতে
সে সুর আমায়
শুধু ডাকে শুধু ডাকে শুধু ডাকে
ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে ।।
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন
ভেসে আসে ভেসে আসে ভেসে আসে
ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গি হতে
সে সুর আমায়
শুধু ডাকে শুধু ডাকে শুধু ডাকে
ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে ।।
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন
ভেসে আসে ভেসে আসে ভেসে আসে
ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
এমন একটা সময় ছিলো - পঞ্চম
এমন একটা সময় ছিলো
মায়াবী রাত নিঝুম ছিলো
তখন আকাশে ছিলো তারা
চাদের আলোর ফোয়াড়া।
তোমার হাতে হাত ছিলো
হৃদয়ে গুঞ্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে।
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে।
তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।
এমন একটা সময় ছিলো…..
এমন একটা হৃদয় ছিলো
সুখগুলো বাস করছিলো
সুনিপুন অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে।
এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালোবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন আজ অচেনা হলে
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে।
তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।
এ্যালবামঃ ষ্টার।
প্রকাশঃ ১৯৯৩।
মায়াবী রাত নিঝুম ছিলো
তখন আকাশে ছিলো তারা
চাদের আলোর ফোয়াড়া।
তোমার হাতে হাত ছিলো
হৃদয়ে গুঞ্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে।
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে।
তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।
এমন একটা সময় ছিলো…..
এমন একটা হৃদয় ছিলো
সুখগুলো বাস করছিলো
সুনিপুন অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে।
এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালোবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন আজ অচেনা হলে
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে।
তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।
এ্যালবামঃ ষ্টার।
প্রকাশঃ ১৯৯৩।
তোমার মনে যাহা লয়...বারী সিদ্দীকি
আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়।
নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলনা সেইসময়, ও বন্ধুরে
সাক্ষী শুধু চর্ন্দ্র তারা
একদিন তুমি পড়বে ধরা
ত্রিভুবনের বিচার যে দিন হয়।
নিঠুর বন্ধুরে দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিনও না লইলে খবর
এইকি তোমার প্রেমের পরিচয়, ও বন্ধুরে
মিছামিছি আশা দিয়া
কেনইবা প্রেম শিখাইলা
দূরে থাকা উচিত কি আর হয়।
নিঠুর বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিক্রি দিয়া
করবোনা প্রেম আর যদি কেউ কয়, ও বন্ধুরে
উকিলের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে বন্ধু
চোরে চোরে বেয়াইওলা হয়।
বন্ধুয়ারে কর তোমার মনে যাহা লয়।
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়।
নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলনা সেইসময়, ও বন্ধুরে
সাক্ষী শুধু চর্ন্দ্র তারা
একদিন তুমি পড়বে ধরা
ত্রিভুবনের বিচার যে দিন হয়।
নিঠুর বন্ধুরে দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিনও না লইলে খবর
এইকি তোমার প্রেমের পরিচয়, ও বন্ধুরে
মিছামিছি আশা দিয়া
কেনইবা প্রেম শিখাইলা
দূরে থাকা উচিত কি আর হয়।
নিঠুর বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিক্রি দিয়া
করবোনা প্রেম আর যদি কেউ কয়, ও বন্ধুরে
উকিলের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে বন্ধু
চোরে চোরে বেয়াইওলা হয়।
বন্ধুয়ারে কর তোমার মনে যাহা লয়।
শুয়াচান পাখি - বারী সিদ্দীকি
শুয়াচান পাখি আমার শূয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।
তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।
বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।
তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী
হঠাত করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।
তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।
বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।
তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী
হঠাত করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।
রজনী হইসনা অবসান - বারী সিদ্দিকী
রজনী হইসনা অবসান
আজ নিশিতে আসতে পারে
বন্ধু কালাচাঁন।
কত নিশি পোহাইলো
মনের আশা মনে রইলোরে
কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
বাসর সাজাই আসার আশে
আসবে বন্ধু নিশি শেষে
দারূন পিরিতের বিষে ধরিল উজান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
মেঘে ঢাকা আঁধার রাতে
কেমনে থাকি একা ঘরে
সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান
আজ নিশিতে আসতে বন্দু কালাচঁন।
আজ নিশিতে আসতে পারে
বন্ধু কালাচাঁন।
কত নিশি পোহাইলো
মনের আশা মনে রইলোরে
কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
বাসর সাজাই আসার আশে
আসবে বন্ধু নিশি শেষে
দারূন পিরিতের বিষে ধরিল উজান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
মেঘে ঢাকা আঁধার রাতে
কেমনে থাকি একা ঘরে
সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান
আজ নিশিতে আসতে বন্দু কালাচঁন।
তুমি যে ক্ষতি করলা আমার - পল্লী গীতি
তুমি যে ক্ষতি করলা আমার
তুমি যে ক্ষতি করলা আমার
আল্লায় করবে তোমার বিচার।
তুমি অনেক দিন কাঁন্দাইলারে বন্ধু
কাঁন্দাই ওনা বেশী আর
আল্লায় করবে তোমার বিচার।
আমি হইলাম তোমার রে বন্ধু
তুমি হইলা কার
তোমার জন্য এত করলাম
কি দাম দিলা তুমি তার।
আমার আল্লায় করবে তোমার বিচার।
তুমি যে ক্ষতি করলা আমার
আল্লায় করবে তোমার বিচার।
তুমি অনেক দিন কাঁন্দাইলারে বন্ধু
কাঁন্দাই ওনা বেশী আর
আল্লায় করবে তোমার বিচার।
আমি হইলাম তোমার রে বন্ধু
তুমি হইলা কার
তোমার জন্য এত করলাম
কি দাম দিলা তুমি তার।
আমার আল্লায় করবে তোমার বিচার।
মা জননী - ফজলুর রহমান বাবু
মায়ের ব্যাথা যে বুঝেনা
দুঃখী হওয়া তার সাজেনা
তোমার আমার সবার দুঃখে
দুঃখী হয় একজনি
সেতো আমার মা জননী।
পৃথিবীতে আলো দেখলাম যাহারি কারণ
সে মায়ের এ আঘাত দিলাম কারণ অকারণ
তবু আমায় বুকের খাঁচায় আগলে রাখেন তিনি
সেতো আমার মা জননী।
সেইতো বড় হতভাগা কষ্ট দেয় যে মাকে
কষ্ট দিয়ে তার কাছ থেকে দূরে দূরে থাকে
তবু তাকে আদর দিয়ে কাছে ডাকেন তিনি
সেতো আমার মা জননী
দুঃখী হওয়া তার সাজেনা
তোমার আমার সবার দুঃখে
দুঃখী হয় একজনি
সেতো আমার মা জননী।
পৃথিবীতে আলো দেখলাম যাহারি কারণ
সে মায়ের এ আঘাত দিলাম কারণ অকারণ
তবু আমায় বুকের খাঁচায় আগলে রাখেন তিনি
সেতো আমার মা জননী।
সেইতো বড় হতভাগা কষ্ট দেয় যে মাকে
কষ্ট দিয়ে তার কাছ থেকে দূরে দূরে থাকে
তবু তাকে আদর দিয়ে কাছে ডাকেন তিনি
সেতো আমার মা জননী
হাজার মনের কাছে প্রশ্ন রেখে - সুবীর নন্দী
হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ভূলে যা সৌরব
আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ভূলে যা সৌরব
আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
আকাশের সবটুকু নীল - সনু নিগম
আকাশের সবটূকু নীল নিয়ে
চলে গেছ তুমি কতদূরে
স্বপ্ন দেখা ভূলে গেছে মন
বাজলোনাতো মগ্ন কোন সুরে।
বেদনার নীলটূকু লুকিয়ে যত
তোমাকে পেয়েছি কাছে তত
জোছনা ছুঁইয়েছ পৃথিবী আমার
বিষাদ বিধুর।
এইমনে শুধু মেঘ জমেছে যত
বরষা চোখে ধরেছে তত
রাত্রি আমার সাথী যেন
বেদনা বিধুর।
চলে গেছ তুমি কতদূরে
স্বপ্ন দেখা ভূলে গেছে মন
বাজলোনাতো মগ্ন কোন সুরে।
বেদনার নীলটূকু লুকিয়ে যত
তোমাকে পেয়েছি কাছে তত
জোছনা ছুঁইয়েছ পৃথিবী আমার
বিষাদ বিধুর।
এইমনে শুধু মেঘ জমেছে যত
বরষা চোখে ধরেছে তত
রাত্রি আমার সাথী যেন
বেদনা বিধুর।
জানি তুমিও - সনু নিগম
জানি তুমিও ঘুমাতে পারনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।
একটু সহজ হতে ছিলনা দোষ
কি এমন দোষ হত করলে আপোষ
যদি দুজনে ভূলে যেতাম সব অভিমান
কি এমন ক্ষতি হত বল তাতে।
এইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বোঝনাতো ভূল
যদি দুজনে ফিরে পেতাম সেই মধুক্ষন
কি এমন ক্ষতি ছিল বল তাতে।
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।
একটু সহজ হতে ছিলনা দোষ
কি এমন দোষ হত করলে আপোষ
যদি দুজনে ভূলে যেতাম সব অভিমান
কি এমন ক্ষতি হত বল তাতে।
এইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বোঝনাতো ভূল
যদি দুজনে ফিরে পেতাম সেই মধুক্ষন
কি এমন ক্ষতি ছিল বল তাতে।
আকাশ কাঁদে - সনু নিগম
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।
তোমার ঘরে প্রদীব জ্বলে
আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারিদ্বারে।
এমনি করে কাটিয়ে দেব
আমার এই জীবন।
তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ
কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ
এই যে ব্যাথা শেষ হবেনা
না হলে মরণ।
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।
তোমার ঘরে প্রদীব জ্বলে
আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারিদ্বারে।
এমনি করে কাটিয়ে দেব
আমার এই জীবন।
তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ
কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ
এই যে ব্যাথা শেষ হবেনা
না হলে মরণ।
পূর্ণিমা চাঁদ - সনু নিগম
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এইসময় আমারি পাশে।
তুমি ছাড়া এই জীবন ধুধু মরূভূমি
তুমি পাশে থাকলে শুধু মৌসুমী
এখন অনেক রাত
দুটি চোখে ঘুম নেই
তোমাকে ভাবছি বসে বসে।
কতকিছু আসে যায় আসনাতো তুমি
তুমি কাছে আসলে সুখী হব আমি
এখন অনেক রাত
আশে পাশে কেউ নেই
তোমাকে ভাবছি বসে বসে।
শুধু তুমি নেই এইসময় আমারি পাশে।
তুমি ছাড়া এই জীবন ধুধু মরূভূমি
তুমি পাশে থাকলে শুধু মৌসুমী
এখন অনেক রাত
দুটি চোখে ঘুম নেই
তোমাকে ভাবছি বসে বসে।
কতকিছু আসে যায় আসনাতো তুমি
তুমি কাছে আসলে সুখী হব আমি
এখন অনেক রাত
আশে পাশে কেউ নেই
তোমাকে ভাবছি বসে বসে।
যেখানেই যাও - আব্দুল মান্নান রানা
যেখানেই যাও ভালো থেকো
সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।
আমি আছি যতদিন বেঁচে আছি
রবো কাছাকাছি
শুধু এতটুকু মনে রেখ ।
যেখানেই যাও ভালো থেকো
সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।
ভালোবাসি কি যে ভালোবাসি
কত ভালোবাসি
শুধু সেইটুকু জেন রেখো
যেখানেই যাও ভালো থেকো
সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।
সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।
আমি আছি যতদিন বেঁচে আছি
রবো কাছাকাছি
শুধু এতটুকু মনে রেখ ।
যেখানেই যাও ভালো থেকো
সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।
ভালোবাসি কি যে ভালোবাসি
কত ভালোবাসি
শুধু সেইটুকু জেন রেখো
যেখানেই যাও ভালো থেকো
সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।
কি ছিলে আমার - মনি কিশোর
কি ছিলে আমার
বলনা তুমি
আছিতো আগেরি মত
এখনো আমি।
ভূলে কি গেছ তুমি
বাসরের ও কথা
আজো তা রয়েছে আমার
স্মৃতিতে গাঁথা।
কি ছিলে আমার
বলনা তুমি
আছিতো আগেরি মত
এখনো আমি।
তুমি কি আগেরি মত
এখনো হাসো
তুমি কি তেমনি করে
আমায় ভালোবাসো।
কি ছিলে আমার
বলনা তুমি
আছিতো আগেরি মত
এখনো আমি।
বলনা তুমি
আছিতো আগেরি মত
এখনো আমি।
ভূলে কি গেছ তুমি
বাসরের ও কথা
আজো তা রয়েছে আমার
স্মৃতিতে গাঁথা।
কি ছিলে আমার
বলনা তুমি
আছিতো আগেরি মত
এখনো আমি।
তুমি কি আগেরি মত
এখনো হাসো
তুমি কি তেমনি করে
আমায় ভালোবাসো।
কি ছিলে আমার
বলনা তুমি
আছিতো আগেরি মত
এখনো আমি।
সন্ধ্যাতারা - তপন চৌধুরী
কেমন আছ সন্ধ্যাতারা
দূর সুদূরে আমাকে ছাড়া
আমিতো আছি আগেরি মত
বুকে নিয়ে সেই পুরোনো ক্ষত
মনে পড়ে তোমায় প্রতিনিয়ত।
চেনা চেনা সেই প্রিয়মুখ
আজ কেন নতুন ঠিকানায়
সজানো হয়তো জীবন
ভোর লাগা চাঁদ জ্যোৎস্নায়
আঁধারের ফুলে চেয়েছে
এই মনের স্বপ্ন যত।
চুপিচুপি পালিয়ে গেছে
খেয়ালী পলাতকা
সারি সারি কত যে মানুষ
আমি কেন এতটা একা
চেঁয়েছি তোমাকে যত
পেয়েছি দুঃখ তত।
দূর সুদূরে আমাকে ছাড়া
আমিতো আছি আগেরি মত
বুকে নিয়ে সেই পুরোনো ক্ষত
মনে পড়ে তোমায় প্রতিনিয়ত।
চেনা চেনা সেই প্রিয়মুখ
আজ কেন নতুন ঠিকানায়
সজানো হয়তো জীবন
ভোর লাগা চাঁদ জ্যোৎস্নায়
আঁধারের ফুলে চেয়েছে
এই মনের স্বপ্ন যত।
চুপিচুপি পালিয়ে গেছে
খেয়ালী পলাতকা
সারি সারি কত যে মানুষ
আমি কেন এতটা একা
চেঁয়েছি তোমাকে যত
পেয়েছি দুঃখ তত।
Sunday, November 15, 2009
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে - নজরুল গীতি
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।।
জল ছল ঊর্মী নূপুর শ্রোতনীরে বাজে সুমধুর
জল চঞ্চল ছল কাঁকন কেউর
ঝিনুকের মেখলা কটিতে দোলে।।
আনমনে খেলে চলে বালিকা
খুলে পড়ে মুকুতা মালিকা
হরষিত পারাবারে ঊর্মী জাগে
লাজে চাঁদ লুকালো গগন তলে।।
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।।
জল ছল ঊর্মী নূপুর শ্রোতনীরে বাজে সুমধুর
জল চঞ্চল ছল কাঁকন কেউর
ঝিনুকের মেখলা কটিতে দোলে।।
আনমনে খেলে চলে বালিকা
খুলে পড়ে মুকুতা মালিকা
হরষিত পারাবারে ঊর্মী জাগে
লাজে চাঁদ লুকালো গগন তলে।।
কারার ঐ লৌহকপাট - নজরুল গীতি
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!
ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।
নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!
ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।
নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।
শুক্নো পাতার নুপুর পায়ে - নজরুল গীতি
শুক্নো পাতার নুপুর পায়ে
নাচিছে ঘূর্ণী বায়।
জল-তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি’,
ঝরায়ে বকুল চাঁপার কলি,
চঞ্চল ঝর্ণার জল ছলছলি,
মাঠের পথে সে ধায়।।
বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়।।
ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন মনোহারিণী
ছুটে আসে সহসা গৈরিক-বরণী
বালুকার উড়নী গায়।।
—————–
আরবী সুর–কাহার্বা
নাচিছে ঘূর্ণী বায়।
জল-তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি’,
ঝরায়ে বকুল চাঁপার কলি,
চঞ্চল ঝর্ণার জল ছলছলি,
মাঠের পথে সে ধায়।।
বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়।।
ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন মনোহারিণী
ছুটে আসে সহসা গৈরিক-বরণী
বালুকার উড়নী গায়।।
—————–
আরবী সুর–কাহার্বা
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম - নজরুল গীতি
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
মোরা সিন্ধু জোঁয়ার কলকল
মোরা পাগলা জোঁয়ার ঝরঝর।
কল-কল-কল, ছল-ছল-ছল
মোরা দিল খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর।
হাসি গান শ্যাম উচ্ছল
বৃষ্টির জল বনফল খাই-
শয্যা শ্যামল বনতল।।
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
মোরা সিন্ধু জোঁয়ার কলকল
মোরা পাগলা জোঁয়ার ঝরঝর।
কল-কল-কল, ছল-ছল-ছল
মোরা দিল খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর।
হাসি গান শ্যাম উচ্ছল
বৃষ্টির জল বনফল খাই-
শয্যা শ্যামল বনতল।।
প্রজাপতি প্রজাপতি - কাজী নজরুল ইসলাম
প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।।
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে সেই মধু দাও,
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।।
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে।
তুমি হাইয়ায় নেচে নেচে যাও
আর তোমার মত মোরে আনন্দ দাও,
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।।
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।।
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে সেই মধু দাও,
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।।
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে।
তুমি হাইয়ায় নেচে নেচে যাও
আর তোমার মত মোরে আনন্দ দাও,
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।।
পদ্মার ঢেউ রে - কাজী নজরুল ইসলাম
পদ্মার ঢেউ রে–
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তা’রে ॥
মোর পরান বঁধু নাই,
পদ্মে তাই মধু নাই–নাই রে–
বাতাস কাঁদে বাইরে–
সে সুগন্ধ নাই রে–
মোর রূপের সরসীতে আনন্দ-মৌমাছি নাহি ঝঙ্কারে ॥
ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনি ঝিল্মিল করে কৃষ্ণ-কালো
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশী বাজায়
যদি দেখিস্ তারে–দিস্ এই পদ্ম তার পায়
বলিস্ কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে
ফেলে গেল চির-অন্ধকারে ।।
পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥
http://bdmusic001.webng.com/Podmar%20Dheure.mp3
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তা’রে ॥
মোর পরান বঁধু নাই,
পদ্মে তাই মধু নাই–নাই রে–
বাতাস কাঁদে বাইরে–
সে সুগন্ধ নাই রে–
মোর রূপের সরসীতে আনন্দ-মৌমাছি নাহি ঝঙ্কারে ॥
ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনি ঝিল্মিল করে কৃষ্ণ-কালো
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশী বাজায়
যদি দেখিস্ তারে–দিস্ এই পদ্ম তার পায়
বলিস্ কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে
ফেলে গেল চির-অন্ধকারে ।।
পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥
http://bdmusic001.webng.com/Podmar%20Dheure.mp3
এই রাঙামাটির পথে লো - কাজী নজরুল ইসলাম
এই রাঙামাটির পথে লো
মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
ও বাঁশি বাজে বুকের মাঝে লো
মন লাগে না কাজে লো
রইতে নারি ঘরে আমার
প্রাণ হলো উদাসী লো
মাদলীয়ার তালে তালে
অঙ্গ ওঠে দুলে লো
দোল লাগে শাল পিয়াল বনে
নতুন খোপার ফুলে লো
মহুয়া বনে লুটিয়ে পরে
মাতাল চাঁদের হাসি লো
চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে
তার চাচড় কেশে পড়িয়ে দেবো
ঝুমকো জবার ফুল লো
তার গলার মালার কুসুম কেড়ে
পড়বো কানের দুল
তার নাচের তালের ইশারাতে
বলবো ভালোবাসি লো
মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
ও বাঁশি বাজে বুকের মাঝে লো
মন লাগে না কাজে লো
রইতে নারি ঘরে আমার
প্রাণ হলো উদাসী লো
মাদলীয়ার তালে তালে
অঙ্গ ওঠে দুলে লো
দোল লাগে শাল পিয়াল বনে
নতুন খোপার ফুলে লো
মহুয়া বনে লুটিয়ে পরে
মাতাল চাঁদের হাসি লো
চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে
তার চাচড় কেশে পড়িয়ে দেবো
ঝুমকো জবার ফুল লো
তার গলার মালার কুসুম কেড়ে
পড়বো কানের দুল
তার নাচের তালের ইশারাতে
বলবো ভালোবাসি লো
নাম লইয়া কাঁন্দি - তপন চৌধুরী
পরাণ বন্ধুরে
আমি তোমার নাম লইয়া কাঁন্দি
গগনেতে ডাকে দেয়া
আসমান হইলো আঁন্দি।
তোমার বাড়ী আমার বাড়ী
মধ্যে সরূ নদী
সেই নদীকে মনে হইলো
অকুল ও জ্বলদি রে বন্ধু
আমি তোমার নাম লইয়া কাঁন্দি।
উড়ীয়া যায়রে সুখুয়ার পংক্ষী
পইড়া রইলো ছাঁয়া
কোন পরাণে বিদেশ রইলা
ভূলি দেশের মাঁয়ারে বন্ধু
আমি তোমার নাম লইয়া কাঁন্দি।
আমি তোমার নাম লইয়া কাঁন্দি
গগনেতে ডাকে দেয়া
আসমান হইলো আঁন্দি।
তোমার বাড়ী আমার বাড়ী
মধ্যে সরূ নদী
সেই নদীকে মনে হইলো
অকুল ও জ্বলদি রে বন্ধু
আমি তোমার নাম লইয়া কাঁন্দি।
উড়ীয়া যায়রে সুখুয়ার পংক্ষী
পইড়া রইলো ছাঁয়া
কোন পরাণে বিদেশ রইলা
ভূলি দেশের মাঁয়ারে বন্ধু
আমি তোমার নাম লইয়া কাঁন্দি।
বল মন বল - তপন চৌধুরী
বল মন বল, কে সুখী বল
কতটা মেঘে কতটা জ্বল
কতটা সুখে কতটা ফাগুন
কতটা দুঃখে কতটা আগুন।
সুখ পাখি গেছে উড়ে
চেনা পথ ভূল করে
আমি একা দূরে বহুদুরে
শ্রাবন আকাশটা অভিমানি মনটা
এক নদী হল দুচোখে
কে যেন আমাকে রাখে।
নীল রাতে মেঘ এল
তারা গুলো নিভে গেল
আমি আজও বড় এলোমেলো
দখিনা বাতাসটা কত চেনা মুখটা
ঝড় তুলে কেন এই বুকে
কে যেন আমাকে কাছে ডাকে।
কতটা মেঘে কতটা জ্বল
কতটা সুখে কতটা ফাগুন
কতটা দুঃখে কতটা আগুন।
সুখ পাখি গেছে উড়ে
চেনা পথ ভূল করে
আমি একা দূরে বহুদুরে
শ্রাবন আকাশটা অভিমানি মনটা
এক নদী হল দুচোখে
কে যেন আমাকে রাখে।
নীল রাতে মেঘ এল
তারা গুলো নিভে গেল
আমি আজও বড় এলোমেলো
দখিনা বাতাসটা কত চেনা মুখটা
ঝড় তুলে কেন এই বুকে
কে যেন আমাকে কাছে ডাকে।
আমি তোমার জন্য - কুমার বিশ্বজিত
আমি তোমার জন্য
বৈশাখী ঝড়ে বানাতে পারি বাড়ী
আমি তোমার জন্য
জ্যৈষ্ঠের তাপে পোড়াতে সবি পারি,
আমি তোমার জন্য
আষাঢের মেঘে হয়ে যেতে পারি ক্ষ্রুদ্ধ
আমি তোমার জন্য
শ্রাবণে স্নানে হয়ে যেতে পারি শুদ্ধ।
আমি তোমার জন্য
ভাদ্রের আকাশে একলা পাখি
আমি তোমার জন্য
আশ্বিনে পুষে কষ্ট রাখি
আমি তোমার জন্য
কার্ত্তিকে ঝরি সোনা সোনা রোদ্ হয়ে
আমি তোমার জন্য
অগ্রহায়নে মাতি নবান্নের উৎসবে
আমি তোমার জন্য
পৌষে ঘুরে আল পথ ধরি
আমি তোমার জন্য
মাঘে নিশিতে স্বপ্ন বুনি
আমি তোমার জন্য
ফাগুনের স্লোগানে মিলেমিশে একাকার
আমি তোমার জন্য
চৈতালী সাজ়ে হতে চায় শুধু তোমার ।
বৈশাখী ঝড়ে বানাতে পারি বাড়ী
আমি তোমার জন্য
জ্যৈষ্ঠের তাপে পোড়াতে সবি পারি,
আমি তোমার জন্য
আষাঢের মেঘে হয়ে যেতে পারি ক্ষ্রুদ্ধ
আমি তোমার জন্য
শ্রাবণে স্নানে হয়ে যেতে পারি শুদ্ধ।
আমি তোমার জন্য
ভাদ্রের আকাশে একলা পাখি
আমি তোমার জন্য
আশ্বিনে পুষে কষ্ট রাখি
আমি তোমার জন্য
কার্ত্তিকে ঝরি সোনা সোনা রোদ্ হয়ে
আমি তোমার জন্য
অগ্রহায়নে মাতি নবান্নের উৎসবে
আমি তোমার জন্য
পৌষে ঘুরে আল পথ ধরি
আমি তোমার জন্য
মাঘে নিশিতে স্বপ্ন বুনি
আমি তোমার জন্য
ফাগুনের স্লোগানে মিলেমিশে একাকার
আমি তোমার জন্য
চৈতালী সাজ়ে হতে চায় শুধু তোমার ।
কত যে তোমাকে বেসেছি ভালো - সুবীর নন্দী
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মেটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝড়ে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে
ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো জেনো লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত যেন কভু শেষ না হয়
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মেটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝড়ে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে
ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো জেনো লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত যেন কভু শেষ না হয়
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি - সুবীর নন্দী
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো মনের অনল
আমি চাই না হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর সুখের ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো মনের অনল
আমি চাই না হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর সুখের ভয় দেখিয়ে কোন লাভ নেই
সরকারি কর্মচারী - নচিকেতা
বারোটায় অফিস আসি, দুটোয় টিফিন।
তিনটেয়ে যদি দেখি সিগন্যাল গ্রীন,
চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দ্বিধায়
চেয়ারটা কোনোমতে ছাড়ি।
কোনো কথা না বাড়িয়ে,
ধীরে ধীরে পা বড়িয়ে
চারটেয় চলে আসি বাড়ি।
আমি সরকারি কর্মচারী।
আমি সরকারি কর্মচারী।
আমি অফিসেতে বসে বসে আনন্দলোক পড়ি,
টাডা থেকে ছাড়া পেল সঞ্জয়।
আর টেবিলেতে ফাইল এসে জমে জমে
দূর থেকে মনে হয় হিমালয় !
হপ্তায় হপ্তায় আন্দোলনের খেলা,
টি-এ, ডি-এ বাড়ানোর জন্য।
ফি মাসে মাসে যদি এক দিনও কাজ করি,
অফিসটা হয়ে যায় ধন্য।
কারো ফাইল পাস্ করে নির্লজ্জের মতো
হাতখানা পেতে দিতে পারি।
আমি সরকারি কর্মচারী।
আমি সরকারি কর্মচারী।
(মা, মাগো, জগত্ জননী, অন্নদায়িনী মা আমার রক্ষা কোরো ! )
ঘুশ আমার ধর্ম ঘুশ আমার কর্ম
ঘুশ নিতে কি শংসয় ?
প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ
ঘুশ খাওয়া কখনই নয়।
তাই কারো ফইল পাস্ করে নির্লজ্জের মত
হাত খানা পেতে দিতে পারি।
আমি সরকারি কর্মচারী।
আমি সরকারি কর্মচারী।
তিনটেয়ে যদি দেখি সিগন্যাল গ্রীন,
চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দ্বিধায়
চেয়ারটা কোনোমতে ছাড়ি।
কোনো কথা না বাড়িয়ে,
ধীরে ধীরে পা বড়িয়ে
চারটেয় চলে আসি বাড়ি।
আমি সরকারি কর্মচারী।
আমি সরকারি কর্মচারী।
আমি অফিসেতে বসে বসে আনন্দলোক পড়ি,
টাডা থেকে ছাড়া পেল সঞ্জয়।
আর টেবিলেতে ফাইল এসে জমে জমে
দূর থেকে মনে হয় হিমালয় !
হপ্তায় হপ্তায় আন্দোলনের খেলা,
টি-এ, ডি-এ বাড়ানোর জন্য।
ফি মাসে মাসে যদি এক দিনও কাজ করি,
অফিসটা হয়ে যায় ধন্য।
কারো ফাইল পাস্ করে নির্লজ্জের মতো
হাতখানা পেতে দিতে পারি।
আমি সরকারি কর্মচারী।
আমি সরকারি কর্মচারী।
(মা, মাগো, জগত্ জননী, অন্নদায়িনী মা আমার রক্ষা কোরো ! )
ঘুশ আমার ধর্ম ঘুশ আমার কর্ম
ঘুশ নিতে কি শংসয় ?
প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ
ঘুশ খাওয়া কখনই নয়।
তাই কারো ফইল পাস্ করে নির্লজ্জের মত
হাত খানা পেতে দিতে পারি।
আমি সরকারি কর্মচারী।
আমি সরকারি কর্মচারী।
এই বেশ ভাল আছি - নচিকেতা চক্রবর্তী
এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই,
অফিস কাছারি নেই, হাজিরা কামাই নেই,
শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই,
সময় দেই না বলে তেলে বেগুণে জ্বলে গিন্নীর রাগ নেই,
টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই,
এক-চার-চার ধারা, ফুটপাথে থাকে যারা, কেউ কোত্থাও নেই,
নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই–
দু নয়নে ভয় আছে, মনে সংশয় আছে,
ঐ ধর্মের বাঘ হেসে, আবার উঠোনে এসে,
আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে।
তাই, ভয় আছে
দু নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।
ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ,
ভাঙা কাঁচ, ভাঙা মন যায় না,
রাম আছে, শ্যাম আছে, কোরাণী সেলাম আছে,
রক্তলোলুপ কিছু হয় না।
এদেশ টা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে,
ধর্ম না গ্রাস করে আমাদের পাছে।
তাই, ভয় আছে
দু নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।
এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি, ভাবার সময় আছে, তবুও ভাবনা নেই,
পার্কে তে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই,
উঠতি যুবকদের যাতনার সীমা নেই,
শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই,
যুবতীর কটাক্ষ, চীরে দেয় এ বক্ষ, হায়রে এমন দিনে
সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই,
তবুও টিভির স্ক্রীনে খেলার বিরাম নেই।
নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই–
দু নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।
এই বেশ ভাল আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই,
অফিস কাছারি নেই, হাজিরা কামাই নেই,
শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই,
সময় দেই না বলে তেলে বেগুণে জ্বলে গিন্নীর রাগ নেই,
টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই,
এক-চার-চার ধারা, ফুটপাথে থাকে যারা, কেউ কোত্থাও নেই,
নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই–
দু নয়নে ভয় আছে, মনে সংশয় আছে,
ঐ ধর্মের বাঘ হেসে, আবার উঠোনে এসে,
আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে।
তাই, ভয় আছে
দু নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।
ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ,
ভাঙা কাঁচ, ভাঙা মন যায় না,
রাম আছে, শ্যাম আছে, কোরাণী সেলাম আছে,
রক্তলোলুপ কিছু হয় না।
এদেশ টা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে,
ধর্ম না গ্রাস করে আমাদের পাছে।
তাই, ভয় আছে
দু নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।
এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি, ভাবার সময় আছে, তবুও ভাবনা নেই,
পার্কে তে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই,
উঠতি যুবকদের যাতনার সীমা নেই,
শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই,
যুবতীর কটাক্ষ, চীরে দেয় এ বক্ষ, হায়রে এমন দিনে
সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই,
তবুও টিভির স্ক্রীনে খেলার বিরাম নেই।
নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই–
দু নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।
মুখরিত জীবন - নাসিম আলী
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি,
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগরো তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আখিতে আবীর মেখে
স্বপ্নের জ্বাল বুনেছি
ওরে সেইতো ভালো চোখ দুটো বুজেছিল
ওরে সেইতো ভালো সবকিছু ভূলেছিলে।
ডাউনলোড করুন এখান থেকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি,
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগরো তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আখিতে আবীর মেখে
স্বপ্নের জ্বাল বুনেছি
ওরে সেইতো ভালো চোখ দুটো বুজেছিল
ওরে সেইতো ভালো সবকিছু ভূলেছিলে।
ডাউনলোড করুন এখান থেকে
অভিমান - সোল্স
অভিমান না করিনি
অনুযোগ কিছুই করিনি
আনুরোধ শুধু যে তোমায়
যন্ত্রনা আর দিওনা।
আজ আমার আকাশ মেঘে ডাকা,
বিশীতল দুচোখ একেলা
মিলনের মোহনায় বুঝি আর দেখা হবেনা।
আবেগের নদী স্রোতহীনা
বুকে তাই ধূসর বেদনা,
স্মরণের আঙ্গিনায় স্মৃতি আর ফিরে আসেনা।
অভিমান না করিনি
অনুযোগ কিছুই করিনি
আনুরোধ শুধু যে তোমায়
যন্ত্রনা আর দিওনা।
অনুযোগ কিছুই করিনি
আনুরোধ শুধু যে তোমায়
যন্ত্রনা আর দিওনা।
আজ আমার আকাশ মেঘে ডাকা,
বিশীতল দুচোখ একেলা
মিলনের মোহনায় বুঝি আর দেখা হবেনা।
আবেগের নদী স্রোতহীনা
বুকে তাই ধূসর বেদনা,
স্মরণের আঙ্গিনায় স্মৃতি আর ফিরে আসেনা।
অভিমান না করিনি
অনুযোগ কিছুই করিনি
আনুরোধ শুধু যে তোমায়
যন্ত্রনা আর দিওনা।
কষ্ট পেতে ভালোবাসি - আইয়ুব বাচ্চু
কোন সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে,
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয় না বলা ভাষা নয়,
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জ্বলহীন মরুভুমি,
ইচ্ছে হলে যখন তখন, অশ্রুফোটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব, অথই সাগর পাড়ি।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝরে পড়ে,
আমার আকাশ জুড়ে মেঘ, ভরে গেছে ভূলে।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
নয় কোন নতুন জীবনের খোঁজে,
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয় না বলা ভাষা নয়,
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জ্বলহীন মরুভুমি,
ইচ্ছে হলে যখন তখন, অশ্রুফোটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব, অথই সাগর পাড়ি।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝরে পড়ে,
আমার আকাশ জুড়ে মেঘ, ভরে গেছে ভূলে।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
কি করে বললে - আইয়ুব বাচ্চু
কি করে বললে তুমি
তোমাকে হঠাত করে ভূলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায় থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
আজ হেয়ালী সর্বনাশের,
স্বপ্নলীপি ছিড়ে গেছে
আজ যদি সব বল মিছে
তোমার কথা মানবোবা আমি
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায়, থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
তোমাকে হঠাত করে ভূলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায় থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
আজ হেয়ালী সর্বনাশের,
স্বপ্নলীপি ছিড়ে গেছে
আজ যদি সব বল মিছে
তোমার কথা মানবোবা আমি
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায়, থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
Subscribe to:
Posts (Atom)