Monday, November 16, 2009

বেদনার সবটূকু আমাকে দিয়ে

বেদনার সবটূকু আমাকে দিয়ে
সুখ নিয়ে তুমি ফিরে যাও
তুমি সুখে থাকলে
আমি সুখে থাকবো
বলবোনা ভালোবাসা দাও।


শয্যায় বসে বসে গুনবো মরণের দিন
ভূল কি ভাঙ্গবেনা তোমার কোনদিন
জানি চিরকাল বিমুঢ হয়ে
দুঃখই পেয়ে যাবো।


মনের অগোচরে কোন কথা থাকলে বলিও
কোন কলি থাকলে তাকে ফুটতে দিও।
ভাবতে অবাক লাগে
তুমি বদলে গেছ।

0 comments:

Post a Comment