Monday, November 16, 2009

ঐ দুর পাহাড়ের ধারে - উইনিং

ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে


ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে


আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গি হতে
সে সুর আমায়
শুধু ডাকে শুধু ডাকে শুধু ডাকে


ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে


মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে ।।
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন
ভেসে আসে ভেসে আসে ভেসে আসে


ঐ দুর পাহাড়ের ধারে
দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে

0 comments:

Post a Comment