Monday, November 16, 2009

মা জননী - ফজলুর রহমান বাবু

মায়ের ব্যাথা যে বুঝেনা
দুঃখী হওয়া তার সাজেনা
তোমার আমার সবার দুঃখে
দুঃখী হয় একজনি
সেতো আমার মা জননী।


পৃথিবীতে আলো দেখলাম যাহারি কারণ
সে মায়ের এ আঘাত দিলাম কারণ অকারণ
তবু আমায় বুকের খাঁচায় আগলে রাখেন তিনি
সেতো আমার মা জননী।


সেইতো বড় হতভাগা কষ্ট দেয় যে মাকে
কষ্ট দিয়ে তার কাছ থেকে দূরে দূরে থাকে
তবু তাকে আদর দিয়ে কাছে ডাকেন তিনি
সেতো আমার মা জননী

0 comments:

Post a Comment