তুমি নেই তাই তোমার জন্য
দহন সারাবেলা
তুমি নেই তাই তোমার জন্য
নিজের প্রতি নিজের অবহেলা ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।
তুমি নেই তাই তোমার কাছে
যাবার তাড়া
তুমি নেই তাই জীবন আমার
আজ ছন্নছাড়া ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।
তুমি নেও তাই স্বপ্নের সাথে
হয়না এখন দেখা
তুমি নেই তাই রাত্রি জেগে
হয়না চিঠি লেখা ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।
Monday, November 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment