আকাশ নীলা তুমি বল কিভাবে
আমার শূণ্য মনে সুখ ছড়াবে
এমন করে কি তবে ভেবেছ আগে
ভালোবাসা দিয়ে ভূল ভাঙ্গাবে ।
কথা দাও, কথা দাও, কথা দাও
বুঝবে আমায়,
কথা দাও, কথা দাও, কথা দাও
আজীবন আমারি রবে ।
খুজতে, যদি আজ খুজতে
বুঝতে তবে এ মন বুঝতে
জীবনে কত যে দুঃখ লুকানো
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা ।
জানতে, যদি একটু জানতে
কি ক্ষত বুকে আমার, মানতে
লুকানো ব্যাথা হাসির আড়ালে
তুমি তা জানতে চেওনা
কত সে নির্মম বেদনা ।
Monday, November 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment