Sunday, November 15, 2009

আমি তোমার জন্য - কুমার বিশ্বজিত

আমি তোমার জন্য
বৈশাখী ঝড়ে বানাতে পারি বাড়ী
আমি তোমার জন্য
জ্যৈষ্ঠের তাপে পোড়াতে সবি পারি,
আমি তোমার জন্য
আষাঢের মেঘে হয়ে যেতে পারি ক্ষ্রুদ্ধ
আমি তোমার জন্য
শ্রাবণে স্নানে হয়ে যেতে পারি শুদ্ধ।
আমি তোমার জন্য
ভাদ্রের আকাশে একলা পাখি
আমি তোমার জন্য
আশ্বিনে পুষে কষ্ট রাখি
আমি তোমার জন্য
কার্ত্তিকে ঝরি সোনা সোনা রোদ্ হয়ে
আমি তোমার জন্য
অগ্রহায়নে মাতি নবান্নের উৎসবে
আমি তোমার জন্য
পৌষে ঘুরে আল পথ ধরি
আমি তোমার জন্য
মাঘে নিশিতে স্বপ্ন বুনি
আমি তোমার জন্য
ফাগুনের স্লোগানে মিলেমিশে একাকার
আমি তোমার জন্য
চৈতালী সাজ়ে হতে চায় শুধু তোমার ।

0 comments:

Post a Comment