Monday, November 16, 2009

আমি ইতিহাস লিখতে...আব্দুল মান্নান রানা

আমি ইতিহাস লিখতে পারবোনা
আমি তোমাকে ভূলতে পারবোনা
ইতিহাস লিখলে বিলীন হয়ে যাবে
পৃথিবীর হাজারো ভিড়ে ।


একদিন তুমি কাছে এসে দেখালে
জীবনের নতুন ঠীকানা
তুমিতো প্রথম শিখিয়ে দিলে
জীবনের মানে কত সুন্দর ।


নিসঙ্গতায় এই মন আমার ধুধু বালুচর
সেই মনও আছে প্রেম ও আছে
শুধু তুমি নেই মনে হয় ।

0 comments:

Post a Comment