কতটা তোমায় ভালোবাসি
তুমি জানতে চাও
ঐ সাগরের বুকে যত জ্বল
তার চেয়েও বেশী জেনে নাও ।
এই বুকটা ছিঁড়ে যদি
দেখানো যেত একবার
তুমি আছ হৃদয়ের
কতটা কাছে আমার
ভালোবাসার হিসেব তুমি করতে চাও
তবে আকাশের সর তারা গুনে নাও ।
তুমিতো জানো আমার
ভালোবাসা কতটা গভীর
তবুও সন্দেহ মনে কেন ভীড়
ভালোবাসার পরিমাপ করতে যদি চাও
তবে পৃথিবীর সীমানা জেনে নাও ।
Monday, November 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment