Monday, November 16, 2009

পূর্ণিমা চাঁদ - সনু নিগম

পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এইসময় আমারি পাশে।


তুমি ছাড়া এই জীবন ধুধু মরূভূমি
তুমি পাশে থাকলে শুধু মৌসুমী
এখন অনেক রাত
দুটি চোখে ঘুম নেই
তোমাকে ভাবছি বসে বসে।


কতকিছু আসে যায় আসনাতো তুমি
তুমি কাছে আসলে সুখী হব আমি
এখন অনেক রাত
আশে পাশে কেউ নেই
তোমাকে ভাবছি বসে বসে।

0 comments:

Post a Comment