Monday, November 16, 2009

যেখানেই যাও - আব্দুল মান্নান রানা

যেখানেই যাও ভালো থেকো
সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।
আমি আছি যতদিন বেঁচে আছি
রবো কাছাকাছি
শুধু এতটুকু মনে রেখ ।
যেখানেই যাও ভালো থেকো
সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।
ভালোবাসি কি যে ভালোবাসি
কত ভালোবাসি
শুধু সেইটুকু জেন রেখো
যেখানেই যাও ভালো থেকো
সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।

0 comments:

Post a Comment