Monday, November 16, 2009

সন্ধ্যাতারা - তপন চৌধুরী

কেমন আছ সন্ধ্যাতারা
দূর সুদূরে আমাকে ছাড়া
আমিতো আছি আগেরি মত
বুকে নিয়ে সেই পুরোনো ক্ষত
মনে পড়ে তোমায় প্রতিনিয়ত।


চেনা চেনা সেই প্রিয়মুখ
আজ কেন নতুন ঠিকানায়
সজানো হয়তো জীবন
ভোর লাগা চাঁদ জ্যোৎস্নায়
আঁধারের ফুলে চেয়েছে
এই মনের স্বপ্ন যত।


চুপিচুপি পালিয়ে গেছে
খেয়ালী পলাতকা
সারি সারি কত যে মানুষ
আমি কেন এতটা একা
চেঁয়েছি তোমাকে যত
পেয়েছি দুঃখ তত।

0 comments:

Post a Comment