Thursday, November 19, 2009

ছুঁয়ে দাও আমায় - হৃদয় খান

গান-ছুঁয়ে দাও আমায়
গায়ক-হৃদয় খান
আলব্যাম-বলনা তুই বলনা

দৃষ্টির সীমানায়
মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায়
কেবলই তুমি হায়।।


ছুঁয়ে দাও আমায়
ভালোবাসায়
হারিয়ে যাবো চলো
দূর অজানায়।।


ঝিকিমিকি তারা জ্বলা
রাতরির ইশারায়
তোমার দু'চোখে
স্বপ্ন একে দেই


চাঁদ ঝরা জ্যোস্নারা
কানে কানে বলে যায়
কোথাও তোমার
তুলনা যে নেই


রং ধনুর সাত রঙ্গা
কল্পনারি ছোঁয়ায়
তোমায় তোমাকেই
ফিরে ফিরে চায়


ভাবনারা দিশেহারা
আনমনা দূর আশায়
তোমায় যদি
কখনো হারায়


দৃষ্টির সীমানায়
মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায়
কেবলই তুমি হায়


ছুঁয়ে দাও আমায়
ভালোবাসায়
হারিয়ে যাবো চলো
দূর অজানায়।।

0 comments:

Post a Comment