Tuesday, November 13, 2012

আমি না বুঝিয়া কার ঘরে আসিলাম - হুমায়ুন আহমেদ

আমি না বুঝিয়া কার ঘরে আসিলাম.......
কারে করলাম আমার নাওয়ের সাথি...........
কে বা রান্ধে,কে বা বাড়ে
কে বা বসে খায়..........
কাহার সঙ্গে শুইয়া থাকলে

কে বা নিদ্রা যায় ??

মনায় রান্ধে, তনায় বাড়ে
আতস বসে খায়......
সাধুর সঙ্গে শুইয়া থাকলে
সুখে নিদ্রায় যায়.........

0 comments:

Post a Comment