skip to main |
skip to sidebar
এখন ভাবিলে কি হবে গো,
যা হইবার তা হইয়া গেছে..
জাতি-কুল-যৌবন দিয়াছি
প্রাণ যাবে তার কাছে গো,
যা হইবার তা হইয়া গেছে..
কালার সনে প্রেম করিয়া
কাল-নাগে দংশিছে..
ঝাইড়া বিষ নামাইতে পারে
এমন কি কেউ আছে গো?..
যা হইবার তা হইয়া গেছে..
পিরিত-পিরিত সবাই বলে,
পিরিত যে কইরাছে..
পিরিত কইরা জ্বইলা-পুইড়া
কতজন যে মরছে গো..
যা হইবার তা হইয়া গেছে..
আগুনের তুলনা হয়না
প্রেম আগুনের কাছে,
নিভাইলে নিভে না আগুন
কি কইরা প্রাণ বাঁচে গো?..
যা হইবার তা হইয়া গেছে..
বলে বলুক লোকে মন্দ
কুলের ভয় কি আছে? ..
আব্দুল করিম জিতে-মরা
বন্ধু পাইলে বাঁচে গো..
যা হইবার তা হইয়া গেছে..
0 comments:
Post a Comment