Tuesday, November 13, 2012

সিলেটী গান - কালা মিয়া

অকারণে তুলসির মূলে জল ঢালিলাম
তার দেখা না পাইলাম, শুধু ভালবাসিলাম।।

আগে যদি জানতাম আমি
প্রেম শিখাইয়া যাইবায় তুমি
আমি না বুঝিয়া নতুন য়ৌবন।।
তারে সপিলাম তার দেখা না পাইলাম...

প্রেম করা নয় প্রাণে মরা
জাতি সাপের লেজে ধরা
আমি না বুঝিয়া লোক সমাজে।।
দোষী হইলাম তার দেখা না পাইলাম..

কালা মিয়া হইল সারা
প্রাণ বন্দের পিরিতের মরা
আমি না জানিয়া বন্ধুর সনে ।।
পিরিত বাড়াইলাম তার দেখা না পাইলাম

2 comments:

Anonymous said...

আমার পছন্দের গান

The real story said...

Nice

Post a Comment