Wednesday, March 28, 2012

তোমাকে ছাড়া জীবন - দ্যা ব্লুজ

তোমাকে ছাড়া জীবন আমার
জীবন তো নয় যেন মরুভূমি
রৌদ্র প্রখর বালুর কণা
হৃদয়ে আমার আর নেই আমি ।


যেখানে যেভাবে থাকোনা কেন
আমি আছি সারাক্ষণ মনেতে জেনো
হৃদয় আমার শূন্য তখন
যখন কাছেতে আর নেই তুমি
তোমাকে ছাড়া জীবন আমার
জীবন তো নয় যেন মরুভূমি !!


মন শুধু থাকে পড়ে তোমার কাছে
ঘুম হারা চোখ শুধু তোমাকে খোঁজে
জলে ভরে আসে দুচোখ
যখন কাছেতে আর নেই তুমি
তোমাকে ছাড়া জীবন আমার
জীবন তো নয় যেন মরুভূমি
রৌদ্র প্রখর বালুর কণা
হৃদয়ে আমার আর নেই আমি !!

অডিও

0 comments:

Post a Comment