Wednesday, March 28, 2012

মন যারে চায় - ফ্রম ওয়েস্ট

মন যারে চায় আমি জানিনা কোথায়
স্বপ্নেরা সারা নিশি ঘুরে ফিরে যায় !!

রাত জাগা দুটি চোখ নিশুথী আঁধার
চুপি চুপি বলে যায় মন হারাবার
স্বপ্নেরা তাই নিজেরা হারায়
স্মৃতির তুলিতে শুধু ছবি এঁকে যায় ।
মন যারে চায় আমি জানিনা কোথায়
স্বপ্নেরা সারা নিশি ঘুরে ফিরে যায় !!

ভাললাগে স্মৃতিটা হৃদয়ে আমার
বেঁধে রাখে কবিতায় কথাগুলো তার
স্মৃতিটুকু তাই ধরে রাখবার
রাত্রি পোহায় আজই সুখের ছোঁয়ার।
মন যারে চায় আমি জানিনা কোথায়
স্বপ্নেরা সারা নিশি ঘুরে ফিরে যায় !! 

0 comments:

Post a Comment