Wednesday, March 28, 2012

স্বর্ণালী সন্ধ্যায় - ডিফরেন্ট টাচ

স্বর্ণালী সন্ধ্যায় দূর অজানায়
হারাতে চায় এই মন
জানিনা কোন সে কারন ।


আকাশপানে ঐ দেখো চেয়ে
মেঘের ফাঁকে চাঁদ উঠলো কণায়
কখন যেন সে আমার হয়ে
প্রেমের জলে তার মন ভেজালো
হৃদয়ে দোলা দিয়ে সে এমন
হারাবে জানি কখন !!


চোখের ভাষা আর হাসির ঝলক দেখে
যেন এই মন যে হারায়
উদাস করা তার চোখের পলক
আমায় টানে সে কোন যে মায়ায়
চলেছি কেন কিসেরই টানে
সেথায় হোক না মরণ।
স্বর্ণালী সন্ধ্যায় দূর অজানায়
হারাতে চায় এই মন
জানিনা কোন সে কারন!!


অডিও

কণ্ঠ- মেজবাহ
ব্যান্ড- ডিফরেন্ট টাচ

0 comments:

Post a Comment