Wednesday, March 28, 2012

বেলা শেষে - আইয়ুব বাচ্চু

বেলা শেসে ফিরে এসে
পাইনি তোমায়!
কৃষ্ণচূড়াচুড়া রঙে একছি তোমায়
মুছো না তারে তুমি দুখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন মণিকোঠায়


বিদায়ের ফুলগুলি গাঁথা হলো না
স্বপ্নরা তাই সাঁঝে ফিরে এলোনা
অশ্রুরা ঝড়ে গেছে মিথ্যে আশায়
সাঁঝের আধারটাকে বিলিয়ে আমায়
বেলা শেসে ফিরে এসে
পাইনি তোমায়!
কৃষ্ণচূড়াচুড়া রঙে একছি তোমায় !!


তীরহারা এইভাবে কাটবে জীবন
ব্যাথার মাঝে জানি আসবে মরণ
আশার শিশিরটুকু শুধু ঢেকে যায়
না পাওয়ার স্মৃতি থাকে বিষণ্ণতায়
বেলা শেসে ফিরে এসে
পাইনি তোমায়!
কৃষ্ণচূড়াচুড়া রঙে একছি তোমায়
মুছো না তারে তুমি দুখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন মণিকোঠায়

অডিও

কথা, সুর ও কণ্ঠ- প্রিন্স মাহমুদ
ব্যান্ড- ফ্রম ওয়েস্ট
অ্যালবাম- সে কেমন মেয়ে

0 comments:

Post a Comment