পথে যেতে ছায়া হয়ে
যদি থাকো পাশে
কোনদিন পথ ভুলে যাবো না
আমি কোনদিন পথ হারাবো না !!
কোনদিন যদি আমি
পথে ভুলে যাই
বুঝবো তখন তুমি
আর পাশে নাই
মনেরই রঙে যাকে এঁকেছি
এমন উজাড় করে দিয়ে ভাবনা !!
আধারের মাঝ যদি
পথ খুজেপাই
বুঝবো তুমে যে পাশে
কিছু চাওয়া নাই
দাও যদি হাত দুটো বাড়িয়ে
আমি সে হাত ছেড়ে
কভু যাবো না !!
পথে যেতে ছায়া হয়ে
যদি থাকো পাশে
কোনদিন পথ ভুলে যাবো না
আমি কোনদিন পথ হারাবো না !!
কথা,সুর ও কণ্ঠ- প্রিন্স মাহমুদ
ব্যান্ড- ফ্রম ওয়েস্ট
অ্যালবাম- সে কেমন মেয়ে
Wednesday, March 28, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment