Wednesday, March 28, 2012

অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি - ফকির লালন শাহ

অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি তার কি আছে কভু গোষ্ঠ খেলা ॥


ব্রহ্মরূপে সে অটলে বসে লীলাকারি তার অংশকলা ॥




সত্যাসত্য সকল বেদ-আগমে কয়


সচ্চিদানন্দ রূপে পূর্ণ ব্রহ্ম হয়


জন্ম মৃত্যু যার নাই ভবের পর


সেতো নয় স্বয়ং কভু নন্দলালা ॥






পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক সেজন


শক্তিতে উদয়, শক্তিতে সৃজন


গোষ্ঠ ভাবে সব চিত্ত আকর্ষণ


বৃহদাগমে তারে বিষ্ণু বলা ॥






গুরুকৃপা বলে কোন ভাগ্যবান


দেখেছে সেরূপ পেয়ে চক্ষুদান


সেরূপ হেরিয়ে সদা যে অজ্ঞান


লালন বলে সেতো প্রেমের ভোলা ॥


সাধকদের কাছে গোষ্ঠ গানের গুরুত্ব অপরিসীম। ফকির লালন শাহ সর্বসাকুল্যে আটটি গান লিখেছেন। গানগুলো এক জায়গায় পাওয়া কঠিন। তাছাড়া যা পাওয়া যায় তার অধিকাংশই ভুল। অনেকে গানগুলোর জন্য নানান সময়ে অনুরোধ করেছেন। গানগুলো বিচ্ছিন্ন ভাবে বের না করে সাঁইজীর গোষ্ঠভাব নিয়ে আলোচনাসহ পেশ করলে ভাল হোত। এখন আপাতত নবপ্রাণ আখড়াবাড়িতে গানের ভাবগত ক্রম বজায় রেখে যেভাবে গাওয়া হয় সেই ভাবেই হাজির করছি। সুরের জন্য নবপ্রাণ আখড়াবাড়িতে যোগাযোগ করলেই অনায়াসেই পাওয়া যাবে।

0 comments:

Post a Comment