Wednesday, March 28, 2012

চিঠি - মাকসুদুল হক

আজ তোমার চিঠি যদি না পেলাম হায়


নাকি ভেবে নেবো ডাকপিয়নের অসুখ হয়েছে


আজ বেলা শেষে যদি খেলা ভাঙ্গে হায়


নাকি ভেবে নেবো আজ আশার মরণ হয়েছে


আমি দিন শেষে যেন রাত্রিতে দেখছি তোমারই মুখ


নাকি তন্দ্রাকে আজ স্বপ্ন ভেবে কেঁদে ভাসিয়েছি আমার বুক






আজ কুসুম কলি ভোরে ঝরে গেলে হায়


আমি ভেবে নেবো আজ আশার মরণ হয়েছে


নাকি বেলা শেষে যদি খেলা ভাঙ্গে হায়


আমি ভেবে নেবো আশার মরণ হয়েছে


তুমি বলেছিলে সেই সন্ধ্যে বেলা


আমি পথ চেয়ে থাকি


সেই পথচলা যদি থেমেই গেলো


কি দায় মোর সর্বনাশী






আজ জীবন-জ্বালা তোর আশায় থাকা হায়


তোর আশা যেন আজ আমি পূরণ করেছি


নাকি ভালবাসা তোর পথ চাওয়া হায়


এই ভালবাসা আজ আমি বরণ করেছি


তুমি বলেছিলে সেই সন্ধ্যে বেলা


আমি পথ চেয়ে থাকি


সেই পথচলা যদি থেমেই গেলো


কি দায় মোর সর্বনাশী






আজ মরণ যদি তোর চরণ তলে হায়


আমি ভেবে নেবো আজ আশার পাওয়া হয়েছে


নাকি বেলা শেষে যদি খেলা ভাঙ্গে হায়


আমি ভেবে নেবো আজ আশার মরণ হয়েছে।

0 comments:

Post a Comment