Wednesday, March 28, 2012

গীতি কবিতা ৪ (হে প্রবঞ্চনা) - ফিডব্যাক

ভালোবাসা - এ কোন ভরশায় আবার


তুমি ডাকছো আমায়


হে পুরনো দিনের মতো, হে নতুন কথায় গাঁথা


হে প্রবঞ্চনা।।


মার্জনা – দহায় ছেড়ে দাও আমায়


আমি জীর্ণ হাতে, পুরন তুলি নতুন রঙে


নতুন কোন ছবি আকার - আর স্বপ্ন দেখি না।।


অক্লান্ত আমায় ক্লান্ত কর, ভুল করে হে ভুলে যাওয়া


অফুরন্ত সময় নেই এক জীবনে


না হয় সময় দিলাম কিছুটা তোমায়।।


অত্রিপ্ত দেহের তৃপ্ত মনের, সংঘাত নেই কি অজানা


তবু তৃপ্তির আসায়


আবারও পা বারালাম


করুনা কর, হে ভালোবাসা।।


সদা সত্য কথা বলার দায়ে দুষ্টু আমি


মননে আনতে পারিনি মিথ্যার বিলাষিতা।।


প্রতারনা - এ কোন ভরসায় আবার


তুমি খুঁজছো আমায়, হে নতুন দিনের মত


হে পুরন নতুন মাখা


হে ভয়াবহতা।।


শত দুঃখ আমার


দুঃখ নিয়েই বেঁচে আছি প্রিয়তমা


আরো দুঃখ দিও, দুঃখ দিয়েই শান্তি পাও যদি ভালোবাসা


অসত্যর মাঝে সত্য বলেই,


মেনে নিলাম প্রিয়তমা


ফের আরেকটি বার ভুলাই মিথ্যে বলো


ভুলেই থাকব হে ভালোবাসা।।


যদি কখনও ফিরে আবার মিথ্যে বলো


বিস্বাসটুকু সাক্ষী রবে, হে প্রবঞ্চনা।।


মার্জনা - করুন নিয়তির পালায়


তুমি ছিলেনা সাথে


আমি একাকী নিশঙ্গতাতে


মনেরি ঝড়ের মাঝে


খুজে পেলাম ভালোবাসা।।


আমি ভাবছি আবার


সেই পুরনো দিনের মত, কিছু নতুন কথা গেথে


লিখবো গীতি কবিতা।।


প্রার্থনা - কষ্টে ভেঙ্গে দাও আবার


আমি একজীবনে, ভাঙ্গা গড়ার কষ্ট নিয়ে


স্রষ্টার সৃষ্টিকে তবুও ভাঙ্গতে পারিনা।।


ভালোবাসা এ কোন ভরশায় আবার


তুমি ডাকছো আমায়


হে পুরনো মিথ্যের মতো, হে পুরনো মিথ্যে মাখা


হে প্রবঞ্চনা।।




কথাঃ মাকসুদুল হক

সুরঃ তন্ময়

ধাচঃ jaaz-funk fusion

সঙ্গিতঃ মাকসুদ ও ঢাকা

এলবামঃ ওগো ভালোবাসা

0 comments:

Post a Comment