Wednesday, March 28, 2012

লয়ে গোধন গোষ্ঠের কানন - লালন ফকির

লয়ে গোধন গোষ্ঠের কানন
চল গোকুলবিহারী
গোষ্ঠে চলো হরিমুরারি ॥


তুই আমাদের সঙ্গে যাবি
বনফল সব খেতে পাবি
আমরা ম’লে তুই বাঁচাবি
তাই তোরে সঙ্গে করি ॥


ওরে ও ভাই কেলে সোনা
চরণে নূপুর দে না
মাথায় মোহন চূড়া নে না
ধড়া পর বংশীধারী ॥


যে ত্বরাবে এই ত্রিভূবন
সে যাবে আজ গোষ্ঠের কানন
ঠিক রেখ মন অভয় চরণ
লালন ওই চরণের ভিখারি ॥

সাধকদের কাছে গোষ্ঠ গানের গুরুত্ব অপরিসীম। ফকির লালন শাহ সর্বসাকুল্যে আটটি গান লিখেছেন। গানগুলো এক জায়গায় পাওয়া কঠিন। তাছাড়া যা পাওয়া যায় তার অধিকাংশই ভুল। অনেকে গানগুলোর জন্য নানান সময়ে অনুরোধ করেছেন। গানগুলো বিচ্ছিন্ন ভাবে বের না করে সাঁইজীর গোষ্ঠভাব নিয়ে আলোচনাসহ পেশ করলে ভাল হোত। এখন আপাতত নবপ্রাণ আখড়াবাড়িতে গানের ভাবগত ক্রম বজায় রেখে যেভাবে গাওয়া হয় সেই ভাবেই হাজির করছি। সুরের জন্য নবপ্রাণ আখড়াবাড়িতে যোগাযোগ করলেই অনায়াসেই পাওয়া যাবে। - ফরহাদ মযহার

0 comments:

Post a Comment