Wednesday, March 28, 2012

গোষ্ঠে আর যাব না মাগো - ফকির লালন

বলাই দাদার দয়া নাই প্রাণে
গোষ্ঠে আর যাবনা মাগো
দাদা বলাইয়ের সনে ॥


বড় বড় রাখাল যারা
ওমা, বসে বসে থাকে তারা
আমায় করে জ্যান্তে মরা
বলে ধেণু ফিরা’ নে ॥


ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা
ধেণু রাখার বল থাকে না ॥
বলাই দাদা বোল বোঝে না
কথা কয় হেনে ॥


বনে যেয়ে রাখাল সবাই
বলে এস খেলি কানাই
হারিলেই স্কন্ধে বলাই
চড়ে তখনে ॥



তোরা যা সব রাখালগণে
আমিতো যাবো না বনে
খেলব খেলা আপন মনে
ফকির লালন তাই ভণে ॥

সাধকদের কাছে গোষ্ঠ গানের গুরুত্ব অপরিসীম। ফকির লালন শাহ সর্বসাকুল্যে আটটি গান লিখেছেন। গানগুলো এক জায়গায় পাওয়া কঠিন। তাছাড়া যা পাওয়া যায় তার অধিকাংশই ভুল। অনেকে গানগুলোর জন্য নানান সময়ে অনুরোধ করেছেন। গানগুলো বিচ্ছিন্ন ভাবে বের না করে সাঁইজীর গোষ্ঠভাব নিয়ে আলোচনাসহ পেশ করলে ভাল হোত। এখন আপাতত নবপ্রাণ আখড়াবাড়িতে গানের ভাবগত ক্রম বজায় রেখে যেভাবে গাওয়া হয় সেই ভাবেই হাজির করছি। সুরের জন্য নবপ্রাণ আখড়াবাড়িতে যোগাযোগ করলেই অনায়াসেই পাওয়া যাবে। - ফরহাদ মযহার

0 comments:

Post a Comment