Wednesday, March 28, 2012

পারওরদিগার - মাকসুদ

কোন পথে ওরা চলছে হায় পারওরদিগার
যে হাতে তাদের কোরান শরীফ সেই হাতে কেন তলোয়ার
"নাড়ায়ে তাকবির আল্লাহুয়াকবার " বলে দিচ্ছে জিহাদ এর ডাক
হত্যা করছে ওরা মানবজাতি তোমার আশরাফুল মাকলুকাত
কোন পথে আমরা চলবো হায় পারওরদিগার
বাড়িতে বাড়িতে আছে কোরান শরীফ তবে নেই তার কোনো তেলায়াত
"আল্লাহর আইন কায়েম হোকে " ওরা তুলছে দাবি প্রতিদিন "লাকুম দি নুকুম অলিয়াদীন" আমার ""লাকুম দি নুকুম অলিয়াদীন"
প্রতিদিন বৈষম্য আর বিদ্বেষ দেশ জুড়ে
প্রতি ওখাত প্রতিবাদ উঠুক আজানের সুরে সুরে
ওরা জাইতুন এর ডাল মাটিতে ছুড়ে ফেলে অস্ত্র তাক করেছে ওরা শান্তির পায়রা কে হত্যা করে
শকুন পুষতে শিখেছে
কোন পথে আমরা চলবো হায় পারওরদিগার
তোমার অস্তিত্ত শিকার করি আমরা যে গুনাহগার
ধর্মান্ধ উগ্রবাদীদের নাম দিলাম "মৌলোবাদ" পাল্টে জবাব ওরা দিলো আমাদের "তোরা নাস্তিক মুরতাদ"
কোন পথে আমরা চলছি হায় পারওরদিগার
হত্যাকারী আর জেনাকারীরা সেজেছে নব্য পয়গম্বর
একাত্তুরের কাফেরের সর্দার কে খমা করেছে আদালত
রোজ হাশরে তুমি খমা করবেনা এই আমাদের ইবাদত
দেশ কাল আর শান্তির কথা ভেবে রয়েছি আমরা নীরব
যখন নীরবতা ওরা দুর্বলতা ভাবে রক্ত করে টগবগ
ওদের প্রতিটি হুমকি প্রতিটি আঘাত রুখতে আমরা শিখেছি
ওদের স্বাধীন বাংলার পতাকা তলে আশ্রয় করে দিয়েছি
কোন পথে আমরা চলছি হায় পারওরদিগার
পৃথিবীর তামাম কালাম কিতাবে তুমি ফিরে এসেছ বারেবার
তাই "তেহজিব-তামাদ্দুন" নিয়ে যাদের অধিক মাথা বেথা
তারা ভুলে গেছে তোমার ভালবাসা আর প্রাচীন পরম্পরা
কোন পথে আমরা চলছি হায় পারওরদিগার
বাংলাদেশে সব ধর্মে আছে সম অধিকার
অনেক কাল তোমার কেটে গেছে মাবুদ মন্দিরে-মসজিদে
এখন সময় এসেছে মাবুদ তুমি ফিরে এস অন্তরে
প্রতিদিন বৈষম্য আর বিদ্বেষ দেশ জুড়ে শংখ আর আজান এর ধ্বনী
উঠুক মন্দিরে-মসজিদে
ওরা উত্কৃষ্ট মানুষ জাতির দাবিতে অস্ত্র তাক করেছে
ওরা তোমার বিধান লঙ্ঘন করে জল্লাদ হতে শিখেছে

0 comments:

Post a Comment