Wednesday, March 28, 2012

সামাজিক কোষ্ঠ কাঠিন্য - ফিডব্যাক

Heroin এর ব্যবসা করে তুমি বুলি আউরাচ্ছ মানবতার
আর তেজস্ক্রিয় দুধ আমদানি করে গড়ে তুলছো কালো টাকার পাহাড়
তবে শন্ধে এলে কোনো শুদ্ধ সঙ্গীত এর আসরে
তুমি সংস্কৃতির প্রিষ্টপসকতা করো
আর whiskey সেবন করো, whiskey সেবন করো
এ যুগের পাদুকা এ যুগের প্রসাধনী
এ যুগের বড় কথা এ যুগ এর হয়রানি
তুমি যুগের দোহাই দিয়ে seminar ও lectureএ নাক শিত্কিয়ে বলো
- "বন্ধ করো এই অশ্লীল ব্যান্ড বাজি "
তবে ব্যান্ড সংগীত যদি অশ্লীল হয়,
নারীপক্ষ যখন নিরব রয়
প্রতি পণ্য বিক্রিতে ব্যবহার দেখি কেন বিজ্ঞাপনের শত সুরসুরি রমনী
++ত্যাগ করো এই সামাজিক কৌষ্ঠকাতিন্য,
দিন গনো নতুন সকালের জন্য মেণনা বাধা ঠুনকো আদব-বেয়াদবি যে শোষনের মন্ত্র,
তা জেনে গ্যাছে আজকের প্রজন্ম -
অস্থিরতা আর এর পর কেউ যদি চাপাবাজি করেন
ঢাকার ছেলেরা চিত্কার করে বলেন ধন্যবাদ ভালো দিয়ে গেলেন,
ধন্যবাদ ভালই দিয়া গেলেন....
++ ব্যান্ড সঙ্গীত এর ছত্রছায়ায় থেকে দিচ্ছি ঝারি
আমি 24 hours শুধু ইংরাজিতে ইংরাজি কথা বলি,
বাংরেজি গান করি, ইংরাজি ভাব চক্কর আর ইংরাজিতে স্বপ্ন দেখি আমার মা কে ভালোবাসী,
আমার "দ্যাশ" কে ভালোবাসী,
তবে জানিনা কেন আমি hate করি ওসব খ্যাত খ্যাত খ্যাত বেঙ্গলী
Phensydyl খেয়ে তুমি fancy moodএ,
তুমি physically in বাংলাদেশ
but mentally in the USA
দিনে ঘুমাচ্ছো আর রাতে ঝিমাচ্ছ মিষ্টি গরম চা আহ-হা -
আর কপাল ঘামাচ্ছ
তবে concert এ সুযোগ পেলে,
করো মাদক বিরোধী গলাবাজি এ যে কুরুচির মহামারী আর ভদ্র থাকার এক ভ্রান্ত ভন্ডামি
++ Repeat ++
একুশে ফেব্রুয়ারী গায়ে খাদি পাঞ্জাবি হঠাত মনে পড়ে আমি যে বাঙালি মিষ্টি কটকটি বই মিয়া চটপটি -
আর তোমার "বাঙালিত্বের" কাছে আমি যে হার মানি .......
আর ওরা এলো শহীদ মিনার হলো লাঞ্চিত ৫২ যে শহীদ মিনার তৈরী হোলো রক্ত দিয়ে,
৭২ যে শহীদ মিনার পুন নির্মান হলো লক্ষ্য লক্ষ্য শহীদ এর রক্ত দিয়ে এলো ১৯৯৩ -
বাঙালির ১৩৯৯ এর ক্রান্তিলগ্নে আবারও সেই শহীদ মিনারের অবমাননা আরে তুমি গায়ে লাগেলই বাতাস আর রাখলে তোমার প্রতিবাদ তাও কিছু উত্ক ইংরাজিতে ?
দানপন্থী, আর বামপন্থী, আর উগ্রপন্থী আর NGOপন্থী গরিব মারার আছে হাজার পায়তারা,লক্ষ্য লক্ষ্য ফিকির ফন্দি দেখো "ভিক্কা বিতরনেও" বাঙালি অক্ষম তাই গঠিত হচ্ছে দিনে ও রাত্রে,
প্রকাশ্য আড়ালে নব্য, নব্য East India Company গরিব গরিব রবে, বড়লোক বড় হবে,
বুদ্ধিজীবীগণ থাকবেন বেছে - বুদ্ধিদীপ্ত কোনো ছদ্দবেশে
ওদিকে গণতন্ত্রের নামে কাটা rifle হাতে মরবে যুবক অজানা কারো এক নির্দেশে -
তবুও বাংলার ধুলো ওরা আকাশে, আজো কেন শুনি রবি ঠাকুরের সেই হাহাকার বাণী - "৭ কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, তুমি মানুষ করনি" মানুষ করনি, মানুষ করনি ........

ডাউনলোড

0 comments:

Post a Comment