তুমি কি মোর জীবন-জ্বালার
শেষ কোন এক গান
না তুমি জোছনা রাতের পূর্ণিমারই চাঁদ
তুমি কি মোর আশা ভাঙ্গার নতুন কোন দিন
না তুমি ভেসে আসা এমন সুরের দিন
তোমাকে ভালবেসে আমি হৃদয় দিয়ে
গেয়ে যাবো আশার গান
এ কোন মিছে আশায় থাকা
আর অকৃতজ্ঞ ভাল লাগা
তোমায় মন জুড়ায় রেখে
আমার রক্ত জীবন শেষে
তোমাকে ভালবেস মন শপেছিলাম
প্রদীপ ভেবে আশা জ্বেলছিলাম
তুমি গাবে জীবনের গান
তুমিতো চাওনি গেতে জীবনেরই গান
না পারো বুঝতে এই শিল্পী মনের প্রাণ
তুমি কি মোর ক্লান্ত দিনের স্তব্ধ কোন ক্ষণ
না তুমি মেঘলা রাতে হারানো এক মন
তোমাকে আপন ভেবে আমি মনের মাঝে
রাখবো বেধে মরণের গান
যায়নি তো তোমার স্বাধীনতা
বুঝিনি গভীর ব্যাকুলতা
আর কোনো আধার অতীত ভুলে
রব নিরব অবশেষে
তোমাকে স্বপ্ন ভেবে আমি ঘুমিয়েছিলাম
প্রহর ভেবে আলো নিভিয়েছিলাম
তুমি গাবে জীবনের গান
Wednesday, March 28, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment