Wednesday, March 28, 2012

সকালে যাই ধেণু লয়ে - লালন

সকালে যাই ধেণু লয়ে
এই বনে ভয় আছে ভাই
মা আমায় দিয়েছে কয়ে ॥

আজকের খেলা এই অবধি
ফিরা’ নে ভাই ধেণু আদি
প্রাণে বেঁচ থাকি যদি
কাল আবার খেলব আসিয়ে ॥

নিত্য নিত্য বন ছাড়ি
সকালে গিয়েছি বাড়ি
আজ মোদের দেখে দেরি
মা আছে পথ পানে চেয়ে ॥

বলেছিল মা যশোদে
কানাই দিলাম বলাইয়ের হাতে
ভালমন্দ হলে তাতে
লালন কয় কি বলব যেয়ে ॥

0 comments:

Post a Comment