আমি গুরু কার্য মাথায় রেখে
দাদারে কি করি আর কোথায় যাই
আমি কি করি আর কোথায় যাই...
রাত পোহালে পাখি বলে 'দে রে খাই, দে রে খাই' ।।
এমন পাখি কে বা পোষে ?
আর খেতে চায় সাগর চুষে!
তারে কি দিয়ে জোগাই?
তারে কি দিয়ে জোগাই?
তারে...
আমার বুদ্ধি গেল...সাধও গেল ।।
নাম হল রে পেটুক সাঁই
দাদারে, নাম হল রে পেটুক সাঁই
রাত পোহালে পাখি বলে 'দে রে খাই, দে রে খাই' ।।
আমি বলি 'ও আত্মারাম! আরে মুখেতে লও আল্লার নাম
তুমি যাতে মুক্তি পাও, তুমি যাতে মুক্তি পাও ।।'
আরে কথায় কেমন হয়না রতন ।।
দাদারে, 'খাব,খাব,খাব' রব সবাই ।।
রাত পোহালে পাখি বলে 'দে রে খাই, দে রে খাই' ।।
আমি হলাম লাল পড়া
পাখি আমার বেয়াড়া
সবর বুঝি নাই, তার সবর বুঝি নাই ।।
ফকির লালন বলে পেট ভরিলে
লালন বলে পেট ভরিলে
গুরু গো, গুরু গো...
লালন বলে পেট ভরিলে
আরে, কিসের আর গুরু-গোসাই!
দাদারে কিসের আর গুরু-গোসাই!
রাত পোহালে পাখি বলে 'দে রে খাই,দে রে খাই'
গুরু কার্য মাথায় রেখে
দাদারে কি করি আর কোথায় যাই
আমি কি করি আর কোথায় যাই...
রাত পোহালে পাখি বলে 'দে রে খাই,দে রে খাই'
এখানে শুনুন
Monday, November 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment