আমি ঐ চরণে দাসের যোগ্য নই।
নইলে মোর দশা কি এমন হয়।।
ভাব জানিনে প্রেম জানিনে দাসী হতে চাই চরণে।
ভাব দিয়ে ভাব নিলে মনে সেই সে রাঙ্গা চরণ পায়।।
নিজগুনে পদারবিন্দু দেন যদি সাঁই দীনবন্ধু
... তবে তরি ভবসিন্ধু নইলে না দেখি উপায়।।
অহল্যা পাষানী ছিলো প্রভুর চরণ ধূলায় মানব হলো।
লালন পথে পড়ে রইলো যা করে সাঁই দয়াময়।।
Monday, November 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Download this Song
0 comments:
Post a Comment