Sunday, September 11, 2011

লিলা দেখে লাগে ভয় - লালন সাঁই

লিলা দেখে লাগে ভয়.
নৌকার উপর গঙ্গা বোঝাই
ডাঙ্গায় বেয়ে যায়.
আবহায়াত নাম গঙ্গা সে যে
সংখেপে কেউ দেখে বুঝে
... পলকে শুকায়.
ফুল ফোটে তার গঙ্গা জলে ফল ফলে তার অচিন দলে
যুক্ত হয় সে ফুলে ফলে
তাতে কথা কয়.গাঙ্গ জোড়া এক মীন ওই গাঙ্গে
খেলছে খেলা পরম রঙ্গে
লালন বলেজল শুকালে
মীন যাবে হাওয়ায়..

0 comments:

Post a Comment